কলকাতার রাস্তা । দেব (Dev) সঙ্গে প্রসেনজিৎ (Prosenjit) । কিন্তু, দেবের গলায় অভিযোগের সুর । বুম্বা দা তাঁকে মারছে । এ কথা বলতে বলতেই সত্যি দেবকে চড় মেরে দেন প্রসেনজিৎ ? অবাক হচ্ছেন ? এমনই ঘটেছে । পুরোটাই আসলে 'বিহাইন্ড দ্য সিনের' ভিডিও । সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন দেব-প্রসেনজিৎ দু'জনেই । সেইসঙ্গে ভিডিওতে (Dev-Prosenjit shares a video) রয়েছে, সিনেমায় অ্যাকশন দৃশ্যের পিছনের গল্প ।
সিনেমায় কুন্তল-সুদর্শনের মধ্যে মাঝে মাঝেই যে আবেগি অ্যাকশন দৃশ্য দেখেছেন, তার বেশিরভাগটাই ন্যাচরাল । কোনও রকম মেকানিক্যাল রিহার্সাল ছিল না,৯৯.৯ শতাংশ বিনা ডুপলিকেটে অ্যাকশন দৃশ্যের শুটিং করেছেন তাঁরা । অর্থাৎ সত্যি অ্যাকশন, মারমারির মতো ঘটনা ঘটিয়েছেন তাঁরা । সেই গল্পই শোনালেন দুই সুপারস্টার ।
আরও পড়ুন, Koel Mallick : একপাশে বাবা, আর একপাশে স্বামী, দু'জনের হাত ধরে মায়ের বিসর্জনে সামিল কোয়েল মল্লিক
দেব বলছেন, তিনি অন্যান্য ছবিতে যে অ্যাকশন সিকোয়েন্সে অভিনয় করেন,কাছের মানুষ তার থেকে আলাদা । যাকে বলে একেবারে রিয়েল । খুব বেশি যাতে ফিল্মি না হয়, সেটাই করার চেষ্টা করেছেন তাঁরা । তবে, ট্রেনের দৃশ্যের শুটিং, বাস থেকে পড়ে যাওয়া বা দুর্ঘটনার দৃশ্য ফুটিয়ে তোলা সহজ ছিল না দেব ও প্রসেনজিতের পক্ষে । দু'জনের কথায় তাঁরা একে অপরের সঙ্গে পরিকল্পনা করে এই শুটিং করেননি । একে অপরের উপর বিষয়টা ছেড়ে দিয়েছিলেন । প্রসেনজিতের কথায়, দেব তাঁকে অ্যাকশন দৃশ্যে খুব সাহায্য করেছেন । যতটা সম্ভব বাস্তবচিত রাখার চেষ্টা করেছেন ।
৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে দেব-প্রসেনজিৎ অভিনীত 'কাছের মানুষ'। এছাড়াও রয়েছে ইশা সাহা । মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে 'কাছের মানুষ'।