অগ্নিগর্ভ বাংলাদেশে । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একের পর এক ভিডিও ঘুম কেড়ে নিচ্ছে গোটা পৃথিবীর । চারিদিকে শুধু মৃত্যুর ছবি, ধ্বংসের ছবি আর আকাশ-বাতাসে শুধু সন্তান হারানো মায়ের বুক ফাটা কান্না । কেউ আবার হারাচ্ছেন বাবা বা মা-কে, কেউ তার প্রিয়জনকে । বাংলাদেশের এই পরিস্থিতি দেখে টলি অভিনেতা তথা সাংসদ দেবেরও মন কাঁদছে । বাংলাদেশের এই ভয়াবহ ছবি আর চোখে দেখতে পারছেন না তিনি । শান্তি ফিরুক ভালবাসার দেশে, প্রার্থনা করছেন অভিনেতা ।
এক্স হ্যান্ডেলে বাংলাদেশ নিয়ে একটি পোস্ট করেছেন অভিনেতা । সেখানে লিখেছেন, 'আমি বাংলাদেশকে জানি অন্যতম শান্তিপ্রিয় দেশ, ভালোবাসার দেশ হিসেবে… বাংলাদেশের মানুষের জন্য আমার মন ভারাক্রান্ত । প্রার্থনা করছি দ্রুত শান্তি ফিরুক । শুধু আমি নই, গোটা ভারত প্রার্থনা করছে বাংলাদেশের জন্য ।'
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল পরিস্থিতি বাংলাদেশে। ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে বিবিসি ছাড়া অন্য কোনও ডিজিট্যাল সংবাদমাধ্যমে খবর সম্প্রচার একপ্রকার স্তব্ধ হয়ে রয়েছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনা । জারি রয়েছে কার্ফু । বাংলাদেশে ইতিমধ্যেই মৃতের সংখ্যা দেড়শো ছাড়িয়েছে । যদিও, রবিবার সুপ্রিম কোর্টের রায়ে বড় জয় হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজের । সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা নিয়ে হাই কোর্টের দেওয়া রায় খারিজ করেছে সে দেশের সুপ্রিম কোর্ট। দেশের সংরক্ষণ ব্যবস্থার সংস্কারের পক্ষে রায় দিয়েছে শীর্ষ আদালত । তবে, রায়ের পরও সংঘর্ষ থামছে না । কবে সব স্বাভাবিক হবে ? উত্তর খুঁজে বাংলাদেশবাসীও ।