'পাগলু ডান্স' নয়, এবার 'খোকাবাবু'-র নাচে ভাংড়া ফ্লেভার । সঙ্গে আবার 'নটী বিনোদিনী'। ঠিকই ধরেছেন, দেব-রুক্মিণীর (Dev-Rukmini) কথাই হচ্ছে । শীতের আমেজে ঢোলের তালে ভাংড়া নেচে 'হ্যাপি লোরি'-র (Dev Wishes Lohri) শুভেচ্ছা জানিয়েছেন দেব ।
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় রুক্মিণী ও তাঁর নাচের ভিডিও আপলোড করেন দেব । ভিডিয়োতে দেখা যাচ্ছে, কালো কোটে দেব ও লাল শাড়িতে রুক্মিণী ভাংড়া স্টাইলে জমিয়ে নাচছেন । সঙ্গে রয়েছে পাঞ্জাবি ঢোলবাদকরা । ব্য়াকগ্রাউন্ডে বাজছে 'দিল চোরি সাডা হো গ্যায়া'। ভিডিও দেখে মনে হচ্ছে, পাঞ্জাবি লোরি উপলক্ষ্যে আয়োজিত কোনও অনুষ্ঠানে গিয়েছিলেন তারকা যুগল । আর সেখানে গিয়ে ভাংড়ায় পা মেলালেন দু'জনে । ভিডিও দেখে অনেকে আবার তারকা জুটির বিয়ের প্রসঙ্গ তুলেছেন । কবে, তাঁরা বিয়ে করছেন আবার অনেকে হানিমুন পর্যন্ত গিয়েছে ।
সম্প্রতি দেবের 'প্রজাপতি' মুক্তি পেয়েছে । বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে দেব-মিঠুন জুটির সিনেমা । অন্যদিকে, রুক্মিণীকে দেখা যাবে 'নটী বিনোদিনী' সিনেমায় ।