ইন্ডাস্ট্রিতে তাঁর পা রাখা একেবারে নক্ষত্রের মতো, ইঞ্জিনিয়ারিং পড়ার পর দমদমের মেয়ে সৃজা দত্ত (Srija Basu) আর ৫ জনের মতোই কেরিয়ারে মন দেবেন ভেবেছিলেন। কিন্তু কপাল জোরে শুরুটাই হল অন্যভাবে, ইঞ্জিনিয়ারিং-এর পড়ুয়া সৃজা দত্ত ঘটনা চক্রে বাঘাযতীনে দেবের নায়িকা। এই তাঁর প্রথম ছবি।
Madhura Naik: হামাসের হামলায় প্রিয়জনদের হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন এই ভারতীয় অভিনেত্রী
টলিউডের এই ‘ছোট্ট’ অভিনেত্রীকে একেবারে শিখিয়ে পড়িয়ে তৈরী করে নেওয়া হয়েছে। নবাগতা এই অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, কেরিয়ার নিয়ে তিনি কী ভাবছেন? এরপরেও কি প্লেসমেন্টে বসবেন? তবে সৃজা জানিয়েছেন, তিনি প্লেসমেন্টে বসার জন্য ইঞ্জিনিয়ারিং পড়েননি, বরং তাঁর ইচ্ছা ছিল এমবিএ পড়ার। সেই কারণেই তিনি এই পড়াশোনা করেছেন বলে জানান। সৃজার অনুপ্রেরণা অভিনেত্রী সুস্মিতা সেন। আগামীতে আরও কাজ করার ইচ্ছা রয়েছে পর্দার 'ইন্দুবালা'র।