তিনি এলেন, দেখলেন আর ছোটদের সঙ্গে ভিড় করে কেক কাটলেন।
তিনি দেব (Deb)। শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর সাম্প্রতিক ছবি ‘টনিক’। তার সেলিব্রেশন আজ একটু অন্যভাবে করলেন টলিউডের নায়ক। শনিবার বড়দিন। টলিউডে দেব উৎসব। অভিনেতার জন্মদিন। ৩৯ হবে তাঁর।
এদিন, কলকাতার প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । ‘টনিক’ মুক্তির সঙ্গে দেবের কাছে এ যেন ‘ডবল’ পাওনা । জন্মদিনের আগে সময় কাটালেন ছোটদের সঙ্গে।
দেব বলেন, "ছোটদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করতে খুব ভালো লাগে । কোথাও যেন ছোটবেলা থেকেই ছোটদের সঙ্গে আমার ভাল লাগা, ভালবাসা তৈরি হয় । এতবছর পরেও একইরকম ভালোবাসা পেয়ে আমি আপ্লুত ।"
টনিক নিয়ে দেব বলেন, "টনিক ভাল লাগার ছবি । গত দুই বছরে আমাদের সবার জীবনে যা যা হয়েছে, সেই দুঃখ-কষ্ট ভুলে গিয়ে একটা নতুন আনন্দ, নতুন ভালো থাকার দিক দেখাবে টনিক ।"