পুজোয় মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি । তার মধ্যে রয়েছে দেব-রুক্মিণী-স্বস্তিকার ছবি । সৃজিতের পুজোর ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় দর্শকরাও । 'টেক্কা' নিয়ে পুজোয় সবাইকে টেক্কা দিতে তৈরি দেব । ধীরে ধীরে সিনেমায় অভিনেতাদের ফার্স্ট লুক প্রকাশ্যে আসতে শুরু করেছে । তাসের দেশে ইরা ও মায়ার পর এবার সামনে এল ইকলাখ । প্রতিবাদের শহরে একেবারে নয়া অবতারে দেখা গেল দেবকে ।
সোমবারই দেব জানিয়েছিলেন বড় চমক আসতে চলেছে । রুক্মিণী,স্বস্তিকার পর তাসে জোকারের কার্ডে কাকে দেখা যাবে ? মঙ্গলবার তার জবাব দিলেন দেব । জে লেখা কার্ডে দেখা গেল স্বয়ং দেবকে । কার্ডের মাঝে ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছেন। করুণ মুখে তাকিয়ে দেব । ক্যাপশনে লিখলেন, 'সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক …. এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সঙ্গে । মরিয়া হয়ে গেলে আর কোনও নিয়ম মানে না, নিজে নিয়ম বানায় । জ্যাক পথে নামলে শোরগোল তাকেই অনুসরণ করে । ইকলাখের সঙ্গে আলাপ করুন। ' অর্থাৎ সিনেমায় দেবের চরিত্রের নাম ইকলাখ ।
বাংলায় পুজোর রিলিজ মানেই সৃজিত মুখোপাধ্যায়। গত পুজোয় তাঁর তুরুপের তাস ছিল '২২ শে শ্রাবণ'-এর প্রিকোয়েল 'দশম অবতার'। এ বছর পুজোয় আসছে 'টেক্কা'। সৃজিত এই প্রথম দেব-রক্মিণী জুটিকে নিয়ে সিনেমা করছেন । এছাড়াও ছবিতে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, টোটা রায় চৌধুরী ।
প্রথমে ছবিতে রুক্মিণীর লুক প্রকাশ্যে এসেছিল । তাসের মধ্যে চোখে চশমা, হাতে বন্দুক নিয়ে নজর কেড়েছিলেন রুক্মিণা । চুল ছোট করে কাটা । চরিত্রের নাম মায়া । এরপর স্বস্তিকার লুক প্রকাশ্যে আনা হয় । দেবের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, চুড়িদার পরে দাঁড়িয়ে আছেন। চুল ছোট করে কাটা। চোখে মোটা করে কাজল। হাতে টেডি বিয়ার। এই ছবিতে স্বস্তিকার নাম হবে ইরা। ৮ অক্টোবর মুক্তি পাবে সিনেমা ।