এই মুহূর্তে ব্যোমকেশের শ্যুটিং-এ ব্যস্ত রয়েছেন অভিনেতা দেব। ছবির পরিচালক বিরষা দাশগুপ্ত। ইতিমধ্যেই পয়লা বৈশাখে প্রকাশ্যে এসেছিল ছবিতে দেবের ফার্স্টলুক। কিন্তু দেবের 'সত্যবতী' রুক্মিনীকে একঝলক দেখতে মরিয়া ছিলেন সকলেই। অবশেষে উঠল পর্দা। ব্যোমকেশ দেবের বাহুডোরে সত্যবতী রুক্মিনী। হাতে শাঁখা, পলা, লম্বা বেনুনি মাথায়, ছাপোষা তাঁতের শাড়ি পরনে। ঝড়খণ্ড ও বোলপুরে ছবির একাধিক দৃশ্যের শ্যুটিং হয়েছে।
বাঙালি ইতিমধ্যেই ব্যোমকেশ হিসেবে দেখে ফেলেছেন উত্তম কুমার থেকে শুরু করে আবীর চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের মতো তাবড়-তাবড় অভিনেতাদের। গোয়েন্দা চরিত্রে বা বাঙালির চেনা ব্যোমকেশের আধারে দেবকে কেমন লাগবে তা নিয়ে তো একটা মতবিরোধ রয়েছে । সেইসঙ্গে রয়েছে অপেক্ষাও । নববর্ষেই সামনে এসেছিল 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির পোস্টার । ছবির ফার্স্ট লুকও প্রকাশ্যে এসেছে ।