পুজোর শহরে হাড়হিম করা ঘটনা। কারণ বিস্ফোরণ ঘটবে। কখন, কীভাবে বিস্ফোরণ ঘটবে... এবং তা কে ঘটাবে... এই প্রশ্নই তুলে দিল ইকলাখ। চাকরি খুইয়ে সমাজের উপর তলার মানুষের উপর ক্ষিপ্ত পার্কসার্কাসের জমাদার ইকলাখ। পরিস্থিতি ঠিক করতে সে কিডন্যাপ করে ফেলল এক স্কুল পড়ুয়াকে। যা নিয়ে তোলপাড় কলকাতা। মিশনে নেমেছে টাস্ক ফোর্স। এই পরিস্থিতিতে কী হবে...? সেই গল্পেরই একটা ছোট্ট ঝলক দেখা গেল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের 'টেক্কা'-র ট্রেলারে।
মাত্র ২ মিনিট ২৭ সেকেন্ডের এই ট্রেলার প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে ইকলাখ যে শিশুটিকে কিডন্যাপ করেছে। তাঁর মা যে কোনও মূল্য চোকাতে রাজি। কিন্তু দেবের চাই চাকরি। কারণ তাঁকে অকারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে নিজের মেয়েকে বাঁচাতে কী করলেন স্বস্তিকা?
ট্রেলারেই বোঝা যাচ্ছে এই ছবিতে রয়েছে রয়েছে টানটান থ্রিলার, আর সঙ্গে মারকাটারি সংলাপ। দেবের প্রযোজিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র ও শিশুশিল্পী আমেয়া। এছাড়াও দুঁদে রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। রয়েছেন টোটা রায়চৌধুরী,সুজন মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, সৃজা দত্ত। আগামী ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'টেক্কা'।