দু জনের বিশ্ব ভ্রমণের ছবি পোস্ট করে তাঁর সত্যবতীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বোমকেশ দেব। বৃহস্পতিবার সন্ধ্যায় দেবের ইনস্ট্রায় ভেসে উঠল বার্থ ডে গার্ল রুক্মিনীর সঙ্গে তাঁর বিশ্ব ভ্রমণের ছবি। সেই সঙ্গে দেব লিখেছেন, জন্মদিনে ভাল থেকো রুক্মিনী। তাঁর জীবনকে রঙিন করে তোলার জন্য রুক্মিনীকে ধন্যবাদও জানিয়েছেন। ভগবানের কাছে বার্থ ডে গার্লের জন্য প্রার্থনাও করেছেন। জানিয়েছেন, তাঁর জীবনে রুক্মিনী অসাধারণ ভ্রমণসঙ্গী। তাই তাঁর জীবনের প্রতিটি সময়, প্রতিটি ঘণ্টা, প্রতিটি সেকেন্ড যেন আনন্দতে কাটে।
‘চ্যাম্প’ দিয়ে পা রেখেছিলেন টলিউডে, তারপর আজকের ‘বুমেরাং’| টলিউডের অনেক সমীকরণই কার্যত বদলে দিয়েছেন নায়িকা রুক্মিণী মৈত্র| বৃহস্পতিবার তিনি পা দিলেন ৩৪ বছরে| বিশেষ দিনটি রুক্মিণী কীভাবে কাটালেন জানেন?
মূলত জন্মদিনটা পরিবারের সঙ্গেই কাটাতে চান রুক্মিণী, কিন্তু এবার তিনি বেজায় ব্যস্ত | সদ্য মুক্তি পেয়েছে রুক্মিণী আর জিতের ছবি ‘বুমেরাং’, জন্মদিনেও ছবির প্রচারেই ব্যস্ত থাকলেন অভিনেত্রী| জন্মদিনে একটি মাল্টিপ্লেক্সে বিশেষ ভাবে সক্ষম শিশুদের জন্য ‘বুমেরাং’ দেখানোর আয়োজন করা হয়েছিল, সেখানেও উপস্থিত ছিলেন অভিনেত্রী | রুক্মিণী জানিয়েছেন, অনেক দিন পর তাঁর দাদু ও ঠাকুমা জন্মদিন উপলক্ষে তাঁদের বাড়িতে আসছেন।