আজ বাঙালির ঘরে ঘরে ঘটা করে আয়োজিত হয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো। ধন সম্পদের দেবী লক্ষ্মীকে আল্পনা এঁকে, শাঁখ বাজিয়ে পূর্ণিমা তিথিতে পুজো করা হয়। প্রতিবছরই শ্বশুরবাড়ির লক্ষ্মীপুজোর দায়িত্ব থাকে দেবলীনা কুমারের উপর। ভবানীপুরে উত্তমকুমারের বাড়ির লক্ষ্মী ঠাকুরের মুখের আদল গৃহলক্ষ্মী গৌরী দেবীর মতো। আজও বাড়িতেই তৈরি হয় প্রতিমা।
Kolkata Durga Puja Carnival: রেড রোডে পুজো কার্নিভ্যালে বর্ণাঢ্য আয়োজন, দেখে মুগ্ধ UNESCO-এর প্রতিনিধিরাও
লক্ষ্মী পুজোর আগে তাই বেজায় ব্যস্ত থাকেন গৌরব ঘরণী। ‘গৌরীরূপী’ লক্ষ্মী ঘরে আসতেই তাঁকে বরণ করে নিলেন দেবলীনা। সেই ছবি শেয়ারও করেছেন তিনি। জোগাড় শেষ হলে ঠাকুরদা উত্তম কুমার, তরুণ কুমারের আসনে বসেই পুজো করেন গৌরব চট্টোপাধ্যায়।