প্রতিবছরই ঘটা করে কোজাগরী লক্ষ্মী পুজো হয় মহানায়ক উত্তমকুমারের ভবানীপুরের বাড়িতে। প্রতিবছরই শ্বশুরবাড়ির লক্ষ্মীপুজোর দায়িত্ব থাকে দেবলীনা কুমারের উপর। ভবানীপুরে উত্তমকুমারের বাড়ির লক্ষ্মী ঠাকুরের মুখের আদল গৃহলক্ষ্মী গৌরী দেবীর মতো। আজও বাড়িতেই তৈরি হয় প্রতিমা। বিসর্জনের আগে প্রতিমাকে বরণ করে নেওয়া হয়। গৌরব দেবলীনা পুজোর একাধিক ছবি শেয়ার করলেন বিসর্জনের আগের মুহূর্তের।
OTT Play Awards 2023 : ওটিটি প্লে অ্যাওয়ার্ড, একই মঞ্চে বলি, টলি, দক্ষিণী তারকারা, সম্মানিত প্রসেনজিৎও
লক্ষ্মী পুজোর আগে তাই বেজায় ব্যস্ত থাকেন গৌরব ঘরণী। ‘গৌরীরূপী’ লক্ষ্মীকে ঘরে তোলা থেকে , সাজানো গোছানো সমস্ত দায়িত্ব থাকে গৌরব দেবলীনার উপরেই। এখনও উত্তম কুমার, তরুণ কুমারের আসনে বসেই পুজো করেন গৌরব চট্টোপাধ্যায়।