বিধি বাম। 'বেলাশুরু' ছবির স্ক্রিনিংয়ে থাকতে পারবেন না ছবির অন্যতম পরিচালক নন্দিতা রায়। আপাতত হাতে প্লাস্টার নিয়ে সম্পূর্ণ বিশ্রামে তিনি। দিন কয়েক আগে বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলেন। তাতেই এত বড় বিপত্তি!
জানা গিয়েছে, দিন কয়েক আগে বাথরুমে পা পিছলে বিপদ ঘটে। তারপর ডাক্তারের পরামর্শে এক্স-রে করতে হয়। ধরা পড়ে মেরুদণ্ডে হাল্কা চিড়। এছাড়া ডান হাতের কব্জি ভেঙে গিয়েছে নন্দিতার। কব্জির হাড় জুড়তে অস্ত্রোপচার করতে হয়েছে। তার দিয়ে হাড় জুড়ে প্লাস্টার করা হয়েছে। এক দিন হাসপাতালে কাটিয়ে ফিরে আসেন বাড়িতে। এখনও কোমরে ভালই ব্যথা। তবে ওষুধ এবং নিয়মিত ফিজিওথেরাপি চলছে জানান পরিচালক।
আরও পড়ুন- Sushmita Sen : অবিবাহিত হয়ে সন্তান দত্তক ! বিচারকের প্রশ্নের মুখে সুস্মিতা, হার মানেননি অভিনেত্রী
নন্দিতা জানান, ২৪ জুলাই হাতের প্লাস্টার কাটা হবে। টানা দু’সপ্তাহ চলবে ফিজিওথেরাপি। তাঁর আশা, তত দিনে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠবেন। আপাতত সব কিছুই বাঁ হাতে সারছেন। লেখালেখি, আগামী ছবির কাজের খসড়া তৈরি, সব বন্ধ।