নানা বিতর্ক, অনেক অপেক্ষার পর অবশেষে শুরু হল মানবজমিন (Manabjamin Shooting starts)-এর শুটিং । কবি শ্রীজাত (Srijato Bandyopadhyay) এই প্রথম নতুন ভূমিকায় । পরিচালক হিসাবে প্রথম ছবি তাঁর । এই সিনেমা নিয়ে বিতর্কও কম হয়নি । তবে সব বাধা, প্রতিকূলতা পেরিয়ে ২৫ মার্চ থেকে সিনেমার শুটিং শুরু হয়েছে । তারই টুকরো টুকরো ছবি সিনেমার কলাকুশলীরা তাঁদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ।
কলকাতাতেই (Kolkata) শুটিং চলছে । কখনও ময়দানে, আবার কখনও নন্দনে দেখা যাচ্ছে গোটা টিমকে । শুক্রবারই ছবির প্রযোজক রানা সরকার (Rana Sarkar) পরিচালক শ্রীজাত-র সঙ্গে ছবি পোস্ট করেছেন । সমস্ত প্রতিকূলতা পেরিয়ে শুটিং শুরুর কথা দর্শকদের জানিয়েছেন । অন্যদিকে, ছবির অন্যতম মুখ্য চরিত্র পরমব্রত চট্টোপাধ্যায়ও (Parambrata Chatterjee) সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে তাঁর অনুভূতি প্রকাশ করেছেন । লিখেছেন, "অনেক বাধা ও প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে অবশেষে আমরা মানবজমিনের শুটিং শুরু করলাম । প্রথমবার ছবি পরিচালনা করছেন কবি । তাঁর সঙ্গে কাজ করতে পেরে ভাল লাগছে । চতুষ্কোণের পর ফের রানা সরকারের সঙ্গে কাজ করছি । শুটিং ফ্লোরে ফেরার জন্য প্রিয়াঙ্কাকেও অনেক শুভেচ্ছা ।"
আরও পড়ুন, Suhana-Khushi: এক ছবিতে সুহানা-খুশি-অগস্ত্য! স্টারকিডদের নিয়ে জোয়ার ছবির শুটিং শুরু
অন্যদিকে, প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) একটি ভিডিও পোস্ট করেছেন । এই সিনেমায় একেবারে অন্য লুকে দেখা যাবে প্রিয়াঙ্কাকে । ভিডিয়োতে নন্দনে শুটিংয়ের টুকরো টুকরো মুহূর্ত তুলে ধরেছেন প্রিয়াঙ্কা । অনেকদিন পর শুটিংয়ে ফিরে আসতে পেরে ভাল লাগছে বলে জানিয়েছেন অভিনেত্রী । শ্রীজাতও শুটিংয়ের প্রথমদিনের কয়েকটা ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় ।
পরমব্রত ও প্রিয়াঙ্কা ছাড়াও সিনেমায় অভিনয় করবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, মিশকা হালিম । এই ছবির মাধ্যমেই বড় পর্দায় ডেবিউ করবেন শ্রীজাত-র স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায় । এছাড়াও অভিনয় করবেন সৃজিত মুখোপাধ্যায় ও আরও অনেকে । ছবির চিত্রনাট্য থেকে, সবটাই শ্রীজাতর লেখা । সুর দেবেন জয় সরকার ।