ঢাকে কাঠি পড়তে আর কয়েক দিন। এর মধ্যেই জোর গুঞ্জন। স্টার জলসার পর এবার জি বাংলার (Zee Bangla) পর্দায় এবার দুর্গা সাজবেন রাণী রাসমণি অর্থাৎ দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে কথা সেরে ফেলেছেন অভিনেত্রী।
পুজো মানেই নতুন, জামা, জুতো, খাওয়া দাওয়া, প্যান্ডেল হপিং। আর তার সঙ্গে উপরি পাওনা টেলিপর্দায় মহালয়ার অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে প্রতি বছরেই নতুন নতুন মুখ দেখা যায় মা দুর্গা হিসেবে। খবর, চলতি বছরে জি বাংলার অনুষ্ঠানে দুর্গা সাজবেন রানী রাসমণি।
আরও পড়ুন - 'যতীন মুখার্জি হয় লড়ে, না হয় মরে, ধরা পড়ে না', প্রি-টিজারে হুঙ্কার 'বাঘাযতীন'-এর
যদিও দিতিপ্রিয়া এখনও কিছু জানাননি। তাঁর কথা অনুযায়ী, এখনই কিছু বলা সম্ভব নয়। আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। প্রাথমিক একটা আলোচনা হয়েছে ঠিকই। তবে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়েছে কি না তাঁর জানা নেই।