প্ৰবাদই আছে ‘বয়স সংখ্যা মাত্র’ , আর খুব অল্প বয়সে নিজের অধ্যাবসায় আর প্রতিভার জোরে সেকথা ফের প্রমাণ করে দিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ছোটপর্দা, বড়পর্দা থেকে ওটিটি -দিতিপ্রিয়ার কাজের অভাব নেই। তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে ইতিমধ্যেই পর্দা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। অল্প সময়েই অভিনয়ের জন্য বেশ কিছু পুরস্কার ঝুলিতেও ভরে ফেলেছেন দিতিপ্রিয়া। তবে এত ব্যস্ততার মাঝেও দিতিপ্রিয়ার ‘মি টাইম’ জুড়ে থাকে রঙ তুলিরা। সম্প্রতি মনের মতো করে একটি ছবি এঁকে ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন তিনি, আর তাতেই প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা।
Gatchara: খড়ি নেই, মানতে পারছেন না দর্শকরা, প্রভাব টিআরপিতে?
ছোট থেকে কখনও আঁকা শেখেননি দিতিপ্রিয়া। যখন যা মনে আসত তাই-ই আঁকতেন। অভিনেত্রী জানিয়েছেন শান্তিনিকেতনে শ্যুটিং এর ফাঁকে দু’দিনের ছুটিতে বাড়ি এসেছিলেন অভিনেত্রী। আর তখনই নিজের একান্ত সময়টুকু তিনি ছবি এঁকে কাটিয়েছেন।