পুজোর (Durga Puja 2022) আর বেশিদিন বাকি নেই । মহালয়া (Mahalaya) থেকেই এক এক করে পুজোর উদ্বোধন শুরু হবে । তাই মন্ডপে মন্ডপে এখন ব্যস্ততা তুঙ্গে । পুজোর মণ্ডপ, প্রতিমাতে কে কত অভিনবত্ব আনতে পারে, সেটা নিয়ে সবসময় একটা প্রতিযোগিতা থাকে । শুধু তাই নয়, উদ্বোধনের সময় কে কত বড় তারকা আনতে পারে, সেটা নিয়েও চলে প্রতিযোগিতা । সাধারণত প্যান্ডেলের উদ্বোধনে নামী মুখই আনতে চান পুজো উদ্যোক্তারা । তার জন্য তাঁদের ভাল পারিশ্রমিকও দিতে হয় । যাঁর যত জনপ্রিয়তা, তার পারিশ্রমিক (Durga Puja Inaugration rate of Tv Actors) তত বেশি । পুজো উদ্বোধনের জন্য আপনাদের প্রিয় তারকাদের পারিশ্রমিক ঠিক কত? জেনে নিন...
এখন ছোটপর্দার তারকাদের রমরমা । বিগ বাজেটের পুজো উদ্বোধনেও মিঠাই, খড়ি, ঋষি সেনদেরই চাহিদা বেশি । তবে ছোটপর্দা মানেই যে বাজেট ছোট, তা কিন্তু নয় । দেখা যায় কারও পারিশ্রমিক লাখ তো কেউ হাজারেই সন্তুষ্ট । এই যেমন সকলের প্রিয় মিঠাই (Mithai), সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu) সম্ভাব্য পারিশ্রমিক ৮৫ হাজার টাকা । অন্য দিকে, পিহুর ঋষি মানে শন বন্দ্যোপাধ্যায়ের (Sean Banerjee) সম্ভাব্য পারিশ্রমিক প্রায় ১ লাখ ।
আরও পড়ুন, Beniatola Durga Puja: ক্রেনে চেপে বেনিয়াটোলার মণ্ডপে পৌঁছল অষ্টধাতুর দুর্গা
দিতিপ্রিয়া রায় - ৭০ হাজার
দেব চন্দ্রিমা সিংহ রায় - ৪৫ হাজার
শোলাঙ্কি রায় - ৪৫ হাজার
মানালি দে - ৪৫ হাজার
ইন্দ্রাশিস রায় - ৪৫ হাজার
প্রতীক সেন - ৪৫ হাজার
শ্যামৌপ্তি মুদলি - ৪০ হাজার
সৃজলা গুহ - ৩৫ হাজার
গৌরব রায়চৌধুরী - ৩০ হাজার
অর্কজা আচার্য -২৫ হাজার