পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) জন্মদিনে বড় চমক। সামনে এল 'দুর্গ রহস্য' সিরিজের একটি ছবি। যা দেখে রীতিমতো চমকে উঠেছেন দর্শকরা। এই ছবিটি পোস্ট করা হয়েছে হইচই প্ল্যাটফর্মের প্রোফাইলে। যেখানে দেখা যাচ্ছে ব্যোমকেশ ছবির দর্শন করতে গিয়েছেন আরও এক ব্যোমকেশ। কিন্তু কীভাবে?
আসলে সৃজিত পরিচালিত 'দুর্গ রহস্য' সিরিজের একটি ছবি পোস্ট করা হয়েছে। যার ক্যাপশনে লেখা, 'ব্যোমকেশ দেখে ফিরছেন আরেক ব্যোমকেশ!' দেখা যাচ্ছে সৃজিতের ব্যোমকেশ অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্য সত্যবতী (সোহিনী সরকার) আর অজিতকে (রাহুল বন্দ্যোপাধ্যায়) নিয়ে ব্যোমকেশের চিড়িয়াখানা ছবিটি দেখতে গিয়েছেন।
আরও পড়ুন - নয়ের দশকের বলিউড থিমে সঙ্গীতের অনুষ্ঠান, সামনে এল রাঘব-পরিণীতির সঙ্গীতের ছবি
হলের বাইরে দাঁড়িয়ে রয়েছেন তিনমূর্তি। পিছনেই রয়েছে ব্যোমকেশ ছবির পোস্টার। যে পোস্টারে দেখা যাচ্ছে সত্যজিৎ রায় পরিচালত ছবি আর সেটিতে ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করেছেন খোদ মহানায়ক উত্তম কুমার।