বিয়ের আট মাসের মধ্যেই সুখবর। নতুন অথিতি আসতে চলেছে ঐন্দ্রিলা সেন ও দুর্নিবার সাহার (Durnibar Saha-Oindrila Sen) জীবনে। রবিবার সকালে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সুখবর জানিয়েছেন তাঁরা। যে পোস্টে ইতিমধ্যেই অনুরাগী থেকে টলিপাড়ার ঘনিষ্ঠরা, সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
মোহর ইনস্টাগ্রামে একটি কার্ড শেয়ার করেছেন। যেখানে লেখা, 'আমরা এই খবর জানাতে পেরে খুবই উত্তেজিত, একটি ছোট্ট চমৎকার আসছে।' সঙ্গে লিখেছেন, ' ঘুমিয়ে-ঘুমিয়ে আমরা ক্লান্ত। এমন একটা কাজ করছি যা আমরা অনেকদিন করতে চেয়েছি।'
আরও পড়ুন - 'কিছু খাবারদাবার আছে', আহমেদাবাদ পৌঁছে হাসিমুখে প্রশ্ন অরিজিৎ সিং-এর
২০২৩ সালের ৯ মার্চ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাবলিক রিলেশন ম্যানেজার মোহরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সারেগামাপা খ্যাত গায়ক দুর্নিবার।