Editorji Bangla Exclusive with Raj Chakraborty : 'হাবজি গাবজি' মুক্তির আগে editorji বাংলায় আড্ডায় রাজ

Updated : May 31, 2022 17:43
|
Editorji News Desk

খেলাধূলার মাঠ নয়, এখন শৈশবটা বন্দী মুঠোফোনে (Mobile Phone) । বাবা-মায়েরা ব্যস্ত । সন্তানকে সময় দিতে না পারার অক্ষমতা কোথাও যেন যন্ত্র বানিয়ে দিচ্ছে শিশুদের । মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে বাচ্চারা । খেলাধূলার মাঠ, রান্নাবাটি, লুকোচুরি, কানামাছির যুগ এখন আর নেই । এখন পাবজির যুগ । ফল কী ? বন্ধু, পড়শি, আত্মীয়, স্বজনের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে সবাই । যা বর্তমান সময়ের সবথেকে বড় সমস্যা । এই সমস্যাকেই কেন্দ্র করে রাজ চক্রবর্তীর পরবর্তী সিনেমা 'হাবজি-গাবজি' (Habji Gabji)। ইতিমধ্যেই মুক্তি পয়েছে ছবির ট্রেলার (Habji Gabji Trailer) । ৩ জুন মুক্তি পাচ্ছে সিনেমা । তার আগে ছবি নিয়ে editorji বাংলায় নিউজ এডিটর দেবযানী চৌবের সঙ্গে একান্ত আলাপচারিতায় পরিচালক রাজ চক্রবর্তী (Editorji exclusive interview with Raj Chakraborty) ।

editorji বাংলা : সাধারণত বলা হয় ভাল সিনেমা সেটাই, যা বর্তমান সময়ের কথা বলে । এই সময় একটা বড় সমস্যার সম্মুখীন হচ্ছেন বাবা-মায়েরা, হাবজি গাবজিতে সেই কথাই বলা হয়েছে । সিনেমা নিয়ে কী বলবেন ?

রাজ চক্রবর্তী : আমার কাছে ভাল সিনেমার অর্থ, যে সিনেমা দেখে আমার ভাল লাগবে । সেটা সময় উপযোগী নাও হতে পারে । সেটা অন্য গল্পও হতে পারে । হ্যাঁ, হাবজি-গাবজি একটা সময়ের সিনেমা । সিনেমার মধ্যে দিয়ে অনেক ম্যাসেজ দেওয়ার থাকে, সমাজ- সোসাইটিকে অনেক কথা বলার থাকে । হাবজি-গাবজি সেরকমই একটি ছবি । এই মুহূর্তে যে গেমিং ডিসঅর্ডার । দেখা যাচ্ছে, ক্যানসারের থেকেও এখন মারাত্মক রোগ হল গেমিং ডিসঅর্ডার । এটা আমাদের বাচ্চাদের মধ্যে কিন্তু ঢুকে গেছে । আমরা বাবা-মায়েরা ছোটবেলাতেই বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছি । দেখা যাচ্ছে, বাচ্চারা দিনের পর দিন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আস্তে আস্তে গেমের মধ্যে ঢুকে যাচ্ছে । গেমে আসক্ত হয়ে পড়ছে । তাতে দেখা যাচ্ছে, রাতে বন্ধুরা মিলে গেম খেলছে । এর ফলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে । পৃথিবীতে এই সমস্যাটা এখন সবথেকে বেশি । আমাদের সিনেমার মধ্যে দিয়ে এই সমস্যার কথাই বলতে চেয়েছি । এই সিনেমার মধ্যে দিয়ে আমরা বাবা-মায়েদের বলতে চেয়েছি, আপনারা বাচ্চাদের মোবাইল দিন । নির্দিষ্ট সময় বেঁধে শিক্ষামূলক ভিডিও দেখুক কিংবা গান শুনতে পারে । তবে, যে গেমগুলি তৈরি করা হচ্ছে, সেগুলি মূলত কিলিং । কে কত খুন করতে পারে, সেই গল্পই বলা হচ্ছে ।

আরও পড়ুন, Editorji Exclusive interview with Parambrata Chatterjee: বেবিসিটারের কাজই সবচেয়ে পছন্দ পরমব্রতর
 

editorji বাংলা : রাজ কি কখনও ইউভানের হাতে মোবাইল দেন ?

রাজ চক্রবর্তী : একদম সত্যি কথা বলব, বাবা-মায়েদের কিছু করার থাকে না । শিশুরা দেখে বাবা-মা কোনটায় ব্যস্ত রয়েছেন । বাবা-মাও তো মোবাইলে ব্যস্ত থাকেন । ছোটবেলা থেকেই ইউভান ফোনে হাতে নিয়ে আঙুল দিয়ে স্ক্রল করে । কিন্তু, আমরা কেউ ওকে শেখাইনি । তবও ও শিখে ফিলছে । মোবাইল জিনিসটা অদ্ভুত, এটা সবথেকে বেশি কাজের জিনিস, সবথেকে বেশি বিপদের জিনিস । আমরা ইউভানকে মোবাইল দিতে চাই না । কিন্তু, ওকে মোবাইল দিলে, অনেক কাজ সহজ হয়ে যায় । যেমন, ওকে খাওয়ানো যায়, চুপ করানো যায়, শান্ত রাখা যায় । 'হাবজি-গাবজি' যখন করছিলাম, তখন আমাদের জীবনে ইউভান আসেনি । হাবজি-গাবজি করতে করতে ইউভান আসে । আমরা অনেকটা সচেতন যে, ওকে গেম যতটা সম্ভব না দেখানো যায় । ওকে শিক্ষামূলক ভিডিও দেখানোর চেষ্টা করছি ।

editorji বাংলা : সম্প্রতি, খবর হয় আমেরিকার একটি বাচ্চা গেম খেলতে গিয়ে মারা গিয়েছে...

রাজ চক্রবর্তী : শুধু বিদেশ নয়, আমাদের দেশে, রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে । একটা বাচ্চা হয়তো, খুব ভাল লিখত । কিন্তু, গেমে খেলতে গিয়ে দেখা যাচ্ছে, তার লেখা বেঁকে গিয়েছে । কিংবা কোনও বাচ্চাকে যদি কিছু পড়তে দেওয়া হয়, তাহলে দেখা যাবে, চার-পাঁচটা লাইন জাম্প করে যাচ্ছে । রাতের বেলায় ওরা গেম খেলে । কিন্তু, বাবা-মা জানে ঘুমাচ্ছে, কিন্তু রাতের বেলায় ওরা কিন্তু মোবাইল নিয়ে গেম খেলছে । তাই সারাদিন ওদের ঝিমোতে দেখা যায় ।

আরও পড়ুন, Editorji Exclusive: এডিটর-জির সঙ্গে 'হাবজি গাবজি'র নেপথ্যের গল্প ভাগ করে নিলেন রাজ-পরমব্রত
 

editorji বাংলা : বাবা রাজ কী বার্তা দেবেন বাবা-মায়ের উদ্দেশে ?

রাজ চক্রবর্তী : আমি একটাই কথা বলব যে, বাচ্চাকে যত বেশি সম্ভব খেলার মাঠে নিয়ে যাওয়া উচিৎ । ওকে ওর মতো করে বাঁচতে দেওয়া উচিৎ । যতটা মোবাইল থেকে দূরে রাখা যায়, বিশেষ করে গেমিং থেকে যতটা দূরে রাখা যায়, ততই ভাল । বাবা হিসাবে ইউভানের ক্ষেত্রে সেটাই করার চেষ্টা করছি ।

editorji বাংলা : আপনার প্রথম দিকের সিনেমাগুলো কমার্শিয়াল সিনেমা, তবে শেষ কয়েকটি সিনেমা যেমন পরীণিতা বা হাবজি গাবজি তুলনায় একটু অন্যধরনের সিনেমা । পরিচালক রাজ চক্রবর্তী কি ভাবনা-চিন্তায় অনেকটা পরিণত হয়ে উঠেছে ? নাকি বাঙালি দর্শকদের পছন্দ পাল্টে যাচ্ছে ? সেইজন্য এই ধরনের সিনেমা তৈরি হচ্ছে ?

রাজ চক্রবর্তী : আমি মনে করি, প্রথমে যে আমি ছবি করেছিলাম, তখনও আমি পরিণত ছিলাম (হাসি) । পরিণতটা কী হচ্ছে বুঝতে পারছি না । ২০০৮ সালে আমি পরিণীতা বানিয়েছিলাম । ৭ লাখের ছবি ১০ কোটি টাকার ব্যবসা করেছিল । এখন পরিণীতার মতো সিনেমা করছি ১ কোটি ৫০ লাখ টাকা খরচ করে, কিন্তু, ব্যবসা হচ্ছে আড়াই কোটি মতো । সেক্ষেত্রে পরিণতি কতটা হয়েছে, সেটা জানি না । তবে এটা ঠিক যে, সময়ের সঙ্গে সঙ্গে কাজ করতে হয় । কমার্শিয়াল সিনেমা দেখতে ভালবাসি, তৈরি করতে ভালবাসি । কিন্তু এখন সিঙ্গল স্ক্রিনের সংখ্যা কমে গেছে । ফলে বড় সংখ্যক দর্শকদের কাছে পৌঁছানো আমাদের সম্ভব হচ্ছে না । কিন্তু, এখন সবটাই মাল্টিপ্লেক্স নির্ভর হয়ে গিয়েছে । আর সবার পক্ষে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখাটা খুব কঠিন । আগে দুজন সিনেমা দেখতে ৪০ থেকে ৫০ টাকা লাগত । এখন মাল্টিপ্লেক্সে গেলে খরচ হয় ৭০০ থেকে ৮০০ টাকা । তাই এখন আমাকে মাল্টিপ্লেক্সের মতো করে সিনেমা তৈরি করতে হচ্ছে । হাবজি-গাবজি-র মতো সিনেমা তৈরি করতে হচ্ছে ।

editorji বাংলা : আপনার বেশ কয়েকটি সিনেমায় শুভশ্রীকে দেখা গেছে । সেক্ষেত্রে লাইফ পার্টনার শুভশ্রীর সঙ্গে কাজ করতে কি বেশি স্বচ্ছন্দ বোধ করেন রাজ ?

রাজ চক্রবর্তী : আসলে আমার ভাল অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে ভাল লাগে । পরিচালক হিসাবে আমি একজন ভাল অভিনেত্রীর সঙ্গেই কাজ করব । সবাই আমার সঙ্গে স্বচ্ছন্দ । আমার সবার সঙ্গে কাজ করেছি । তবে, এখন সবাই খুব ব্যস্ত । তার ডেট নাও, আরও অনেক কিছু সমস্যা । তার থেকে আমার সঙ্গে একজন ভাল অভিনেত্রী রয়েছেন, তাই তাঁকে নিয়ে ভাবছি । কিছুই না, ভাল অভিনেতাদের সঙ্গে কাজ করতে ভাল লাগে, নতুনদের সঙ্গে কাজ করতে ভাল লাগে । সবার সঙ্গেই আমি স্বচ্ছন্দ্য ।

raj chakrabortyhabji gabjiEditorji Exclusive

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

editorji | বিনোদন

Allu Arjun Arrested: তাঁকে দেখতে গিয়ে মৃত্যু মহিলার, হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন