গত বছর থেকেই একাধিক বাংলা ছবি বিশ্বজোড়া প্রশংসা কুড়িয়েছে। জয় ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে একের পর এক বাংলা ছবির মুকুটে উঠেছে সেরার শিরোপা। বাংলা ছবির জন্য অনেকদিন পর হলমুখী হয়েছে দর্শক। আনকোরা নতুন পরিচালকদের কাজই দাপিয়ে ব্যবসা করেছে বক্সঅফিসে। সেই মতোই ছক ভাঙা হয়েছে ফলাফল। এক ঝলকে দেখে নেওয়া যাক ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ২০২২ অনুষ্ঠানের সেরার তালিকা।
চলতি বছরের ফিল্ম ফেয়ারে সেরা বাংলা ছবির শিরোপা উঠেছে অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত 'বল্লভপুরের রূপকথা' এবং প্রসূণ চট্টোপাধ্যায় পরিচালিত 'দোস্তোজী'র মাথায়। 'প্রজাপতি'র জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। 'শ্রীমতী'র জন্য সেরা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
Srijla Guha: নতুন ধারাবাহিকে 'মনফাগুন'-এর পিহু, ছোটপর্দায় আবার সৃজলা-র ম্যাজিক
বাদল সরকারের নাটক 'বল্লভপুরের রূপকথা'কে পর্দায় ফুটিয়ে তুলেছেন অভিনেতা পরিচালক অনির্বাণ ভভট্টাচার্য। সেই ছবিতে একই সঙ্গে গান গেয়েছেন এবং লিখেছেনও তিনি। 'নতুন প্রেমের গান' এর জন্য সেরা গীতিকারের পুরস্কার পেয়েছেন অনির্বাণ। সেরা পার্শ্বচরিত্র অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মমতা শঙ্কর প্রজাপতি সিনেমার জন্য। সেরা মিউজিক অ্যালবাম বিসমিল্লা।