মুক্তির আগেই বিতর্কে জর্জরিত অনীক দত্তের আগামী ছবি 'অপরাজিত' । সিনেমার লোগো নিয়ে যত সমস্যা, জলঘোলা । সব বিতর্কের অবসান ঘটাতে পুরানো লোগোকেই ফিরিয়ে আনলেন পরিচালক । সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই লোগো ।
আগে যে লোগোটি প্রকাশ্যে এনেছিলেন পরিচালক, সেই লোগোর পিছনে অনেকটা অবদান ছিল রাজকমল আইচের । কিন্তু, রাজকমল আইচ অভিযোগ তুলেছিলেন, তিনি তাঁর প্রাপ্য সম্মান পাননি । পাওনা অর্থও আটকে রাখা হয়েছে তাঁর । এরপর তাঁর অভিযোগের জবাবও দিয়েছিলেন অনীক দত্ত । এই ঘটনার এক সপ্তাহের মধ্যেই আরও একটা নতুন লোগো নিয়ে আসলেন পরিচালক । লোগোতে রয়েছে সাদা-কালো লেখা ‘অপরাজিত’। আগের লোগোটি ছিল আরও অভিনব, দৃষ্টি নন্দন । পরিচালক সত্যজিৎ রায়ের শৈল্পিক ভাবনা ছিল । লোগোতে ছিল ধোঁয়া-ওঠা ট্রেন ও অপু-দুর্গার আদল ।
এক সংবাদমাধ্যমকে অনীক দত্ত জানিয়েছেন, নতুন যে লোগো প্রকাশ্যে আনা হয়েছে, সেটা আসলে আগেই ফাইনাল করা হয়েছিল । এরপর, লোগো নিয়ে নতুন কিছু করার কথা ভাবা হয় । তখন সেই লোগোটি বানানো হয় । কিন্তু, লোগোটা তাঁর অনেকটা গিমিকের মতো লাগছিল । তাই, লোগো নিয়ে চিন্তাভাবনা চলছিল । এর মাঝেই এত বড় কন্টোভার্সি তাঁকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে । সব পাওনা মিটিয়ে পুরানো লোগোকেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি । তাঁর মতে, প্রচারের জন্য এই বিতর্ক তৈরি করা হয়েছে ।
সত্যজিৎ রায়ের (Satyajit Ray) 'পথের পাঁচালী' (Pather Panchali) ছবির নেপথ্য কাহিনী নিয়ে অনীক দত্তের নতুন ছবি অপরাজিত । মার্চের শেষ দিকে, সেই ছবির প্রথম লোগো প্রকাশ্যে আসে । এরপরই শুরু হয় বিতর্ক । অভিযোগ, কিছু সাক্ষাৎকারে রাজকমল আইচের নাম উল্লেখ করেছেন পরিচালক । আবার কিছু জায়গায় তিনি জানান, এই লোগো তাঁরই সৃষ্টি । রাজকমল আইচ এই নিয়ে ক্ষোভ উগরে দেন । তিনি জানান, একটি লোগো কখনও একার প্রয়াসে হয় না । এই লোগোর পিছনে অনেক ভাবনা তাঁর মাথা থেকেও এসেছে । কিন্তু পরিচালক এখন নিজের কৃতিত্ব নিচ্ছেন । তাঁর আরও অভিযোগ, অনীক নাকি কিছু সাক্ষাৎকারে জানিয়েছেন, রাজকমলের যা প্রাপ্য তার থেকে বেশি সম্মান পাচ্ছেন তিনি । রাজকমল জানান, এমন অপেশাদারিত্ব মেনে নিতে পারছেন না তিনি ।
এরপরই ২৮ মার্চ নাগাদ অনীক দত্ত একটি ফেসবুক পোস্ট করে বিস্তারিত ভাবে জানিয়েছেন রাজকমলের সঙ্গে তাঁর কী কী কথা হয়েছিল । পারিশ্রমিকের অঙ্ক কত ছিল, তারপরে রাজকুমার তা কতটা বাড়িয়েছিলেন— সবই সেই পোস্টে বিশদে লেখা আছে ।