হালফিলে বাংলায় ঐতিহাসিক চরিত্রদের নিয়ে কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই পরিচালক শুভ্রজিৎ মিত্র ঘোষণা করেছেন ‘দেবী চৌধুরানী’র। প্রধান চরিত্রে প্রসেনজিৎ এবং শ্রাবন্তী। এবার কানাঘুঁষো শোনা যাচ্ছে, বাংলায় আসছে ‘ঘসেটি বায়োপিক’ । ইতিমধ্যেই নাকি ছবি নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছেন পরিচালক অর্জুন দত্ত।
নবাব আলিবর্দি খাঁর জ্যেষ্ঠ কন্যা ঘসেটি, সম্পর্কে সিরাজের মাসি ছিলেন তিনি। মনে করা হয় সিরাজের বিরুদ্ধে মিরজাফরকে সাহায্য করেছিলেন তিনি। কিন্তু তাঁরও একটা নিজস্ব দিক আছে. পর্দায় এই ঐতিহাসিক চরিত্র তুলে ধারারই পরিকল্পনা চলছে। আন্দাজ ঘসেটির চরিত্রে স্বস্তিকার কথাই ভাববেন পরিচালক। কিন্তু শোনা যাচ্ছে অন্য কথা, প্রস্তাব নাকি গিয়েছে জয়া আহসানের কাছেও।