দেখতে দেখতে একটা বছর শেষ। এবার ২০২৪ এর জায়গায় ২৩ লিখে ভুল করার দিন শুরু হবে। সত্যিই একটা বছর নেহাত কম নয়। কত স্মৃতি, কতই না মুহূর্ত জমে থলেতে।
Aamir Khan: সত্যজিতের চরিত্রে এবার আমির খান? 'মিস্টার পারফেকশনিস্টের' সাদা-কালো ছবিতে উত্তাল নেটদুনিয়া
বছরের শেষ দিন একেবারে ঘরোয়া পোশাকে, চা খেতে খেতে, ব্যালকনিতে দাঁড়ালেন গৌরব। চোখ বোলাচ্ছিলেন খবরের কাজগে। ছুটির সকালে নানা ভাবনা ঘিরে ধরেছিল গৌরবের মাথায়। ‘ক্যান্ডিড পোজে’ গৌরবের এইসব ছবি ফ্রেমবন্দি করেছেন স্ত্রী দেবলীনা। ছবি শেয়ার করে গৌরব লিখেছেন, কিছু ভাল চিন্তা নিয়ে বছর শেষ করছি। সকলকে ধন্যবাদ, কাউকে যদি দুঃখ দিয়ে থাকেন তার জন্যে ক্ষমা চেয়ে নিয়েছেন অভিনেতা। সবশেষে সব কিছুর জন্য ধন্যবাদও জানিয়েছেন গৌরব।