থাইল্যান্ডে ছুটি কাটাতে উড়ে গিয়েছেন ‘রাজ পরিবার’ । দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। কয়েক মাস পরেই বিশ্রামে যেতে হবে তাঁকে। তাই আগেভাগেই সপরিবারে ছুটির মেজাজে ইন্দুবালা। মাঝে মধ্যেই নিত্যনতুন ছবি শেয়ার করছেন রাজ শুভশ্রী। ইউভানও একেবারে রঙচঙে পোশাকে বিচ লুকে সেজে মা বাবাকে টেক্কা দিচ্ছে।
জানেন বালিতে কোন হোটেলে রয়েছে রাজ পরিবার? আর সেই হোটেলের এক রাতের ভাড়াই বা কত? শুভশ্রীর ছবিগুলি খেয়াল করলে দেখা যাবে নায়িকা উঠেছেন দ্য অপূর্ব কেম্পিনস্কি বালি-তে। জানেন এই হোটেলের এক রাতের ভাড়া কত? খবর নিয়ে জানা গিয়েছে, বিলাসবহুল এই হোটেলের নানা রকমের প্যাকেজই রয়েছে। শুরু প্রতিরাত ২২ হাজার টাকা থেকে। তবে রাজ-শুভশ্রীর প্রাইভেট পুল সমেত সমুদ্রমুখী যে সুইটটির ভাড়া হতে পারে আনুমানিক ৪৩ হাজার টাকা।