ক্রিকেট বিশ্বকাপ (ODI World Cup 2023) জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। ফাইনাল নিয়ে কি একই রকম উত্তেজিত টলিপাড়াও? দেশের হয়ে গলা ফাটাবেন টলি পাড়ার সেলেবরা?
অভিনেতা নীল ভট্টাচার্যকে মাঝে মাঝেই মাঠে দেখা গিয়েছে। এমনকি সেমিফাইনাল দেখতেও মুম্বই পৌঁছে গিয়েছেন তিনি। দেখা করেছেন ডেভিভ বেকহ্যামের সঙ্গেও। কিন্তু আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, ফাইনাল দেখতে আহমেদাবাদ যাচ্ছেন না তিনি। কলকাতা থেকেই গলা ফাটাবেন।
ইডেনে খেলা দেখতে গিয়েছেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। ফাইনালে ম্যাচে মাঠে যাবেন না তাঁরা। তবে, ম্যাচ নিয়ে বড়ই উৎসাহিত এই তারকা জুটি। নুসরতের পছন্দের ক্রিকেটার কিং কোহলি। অভিনেত্রী চান সেঞ্চুরি করুক কিং।
ক্রিকেট বিশ্বকাপে পদ্মাপাড়ে গিয়েও নিজের দেশের হয়ে গলা ফাটিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাঁর কথায়, বিরাট, রোহিত, শামি, বুমরাহ সকলেই খুব প্রিয়। তাঁর আশা ২০০৩ সালের কষ্টটা রবিবার কিছুটা হলেও মিটবে।
আরও পড়ুন - ফ্যানেদের সতর্কবার্তা, বিশ্বকাপ ফাইনাল দেখবেন না অমিতাভ ?
ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচে অভিনেত্রী নুসরত জাহানের প্রাক্তন স্বামীর সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রী সৌরসেনী মৈত্রকে। তিনি জানিয়েছেন, আহমেদাবাদ যাচ্ছেন না তিনি। তবে, ইন্ডিয়ার জার্সি কিনেছেন। বাবার সঙ্গে বাড়িতে বসে খেলা দেখবেন।