বড় পর্দায় মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত 'দশম অবতার'। ওটিটি প্ল্যার্টফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে 'দুর্গ রহস্য।' অথচ শহরে নেই সৃজিত মুখোপাধ্যায়।
কোথায় গিয়েছেন তিনি? আসলে ভারত-বাংলাদেশের (India Vs Bangladesh) ম্যাচ উপভোগ করছেন সৃজিত। তাও কি না ঢাকায় বসে। পদ্মা পাড়ে বসে ভারতের জন্য একাই গলা ফাটাচ্ছেন। পাশে রয়েছেন স্ত্রী রফিয়াত রশিদ মিথিলা। এই বিশেষ মুহূর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সৃজিত।
আরও পড়ুন - বাংলা ওয়েব সিরিজে ফিরছেন রাইমা সেন, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে?
পরিছালকের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে টিভিতে চলছে ভারত বাংলাদেশের ম্যাচ। সামনে সস্ত্রীক পরিচালক। মজা করে ক্যাপশনে লিখেছেন, 'ঢাকায় বসে ভারত - বাংলাদেশ ম্যাচ দেখছি। যতটা সম্ভব প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখার চেষ্টাও করছি।' পরিচালকের এই ছবিতে উপচে পড়েছে নেটাগরিকদের কমেন্ট।