আজ গণেশ চতুর্থী। মহারাষ্টের পাশাপাশি হালফিলে বাংলাতেও গণেশ পুজোর চল বেড়েছে। সেলিব্রিটি থেকে থেকে সাধারণ মানুষ আজ দিন জুড়ে মেতেছেন বাপ্পার আরাধনায়। বাদ গেলেন না টলি সেলেবরাও।
অভিনেত্রী মনামি ঘোষ লাল শাড়িতে সেজেছেন গণেশ চতুর্থী উপলক্ষে। ধুনো , ধুপ জ্বেলে আরাধনা করেছেন বাপ্পার।
গায়িকা ইমন চক্রবর্তী গণেশ চতুর্থী উপলক্ষে নিজ কণ্ঠে গেয়েছেন গণেশ বন্দনা।
বিশেষ দিনে বাড়িতে পুজোর আয়োজন করেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। লাল শাড়িতে সেজেছিলেন নায়িকা।