কেকে-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ট্রোলের শিকার হয়েছিলেন রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) । তাঁর মন্তব্যের কড়া নিন্দা করেছিলেন নেটিজেনরা । একপ্রকার কোণঠাসা হয়ে পড়েছিলেন। সেইসময় তাঁর মন্তব্যের সমালোচনা করেছিলেন তাঁর সহকর্মীরাও। সেই তালিকায় ছিলেন গায়িকা ইমন চক্রবর্তীও (Iman Chakraborty)। ফেসবুক লাইভ করে রূপঙ্করের মন্তব্যের প্রতিবাদ করেছিলেন । সেই প্রসঙ্গেই সম্প্রতি গায়িকা ইমন চক্রবর্তীকে (Iman replied to Rupankar Bagchi's comment) নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন রূপঙ্কর বাগচী । তাঁর কথায় ইমন নাকি ইনসিকিওরড । রূপঙ্করের এমন মন্তব্যের কড়া জবাবও দেন ইমন ।
সম্প্রতি এক বাংলা টেলিভিশনের চ্যাট শো-তে হাজির হয়েছিলেন রূপঙ্কর । সেখানেই উঠে আসে কেকে প্রসঙ্গ । একইসঙ্গে ইমনের বিরোধিতা নিয়েও কথা ওঠে । এই বিষয়ে রূপঙ্কর বলেন, 'ইমন লড়াকু, জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এখন। কিন্তু আমার তাও মনে হয়, এত জনপ্রিয়তার শীর্ষে থেকেও ও খুব ইনসিকিওরড , নিরাপত্তাহীনতায় ভোগেন। যদিও আমরা সবাই এই প্রফেশনে ইনসিকিওরড। তবে উনি হয়ত একটু বেশিই ইনসিকিওরড । সেই কারণেই উনি ফেসবুক লাইভ করেছিলেন । ভেবেছিলাম ওঁকে বলব, ফেসবুক লাইভ না করলেই পারতেন। তবে হয়ত ভয় পেয়ে গিয়েছিলেন, যে প্রোগ্রাম চলে যাবে। শো চলে যাবে। এত ভয় না পেলেও চলবে।'
আরও পড়ুন, Jeetu-Nabanita : জিতু-নবনীতাকে একসঙ্গে কেমন লাগে ? লুচি, আলুরদম ও রসগোল্লার মতো !
রূপঙ্করের এই মন্তব্যের পাল্টা জবাবও দিয়েছেন ইমন । গায়িকা জানান, তিনি একজন একা মেয়ে, একা নিজের জীবনটা লড়েছেন । অবশ্য মেয়ে বা ছেলে বলে নয়, যে যাঁর লড়াই একা-ই লড়ে । ইনসিকিওরড থাকলে কেউ এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন না । বিশেষ করে তিনি বা রূপঙ্করা যে প্রফেশনটাকে বেছে নিয়েছেন, সেটা মন থেকে শক্ত মানুষ না হলে, কেউ বেছে নিতে পারেন না । সবার আগে একজন শিল্পী হতে হলে, তাঁকে মন থেকে শক্ত হতে হয় । রূপঙ্কর যদি তাঁকে ইনসিকিওরড বলে থাকেন, তাহলে বোধহয় রূপঙ্করদা কোথাও গিয়ে নিজেকেও ইনসিকিওরড-ই ভাবছেন।