মাস খানেক হল স্বাস্তিকা দত্তের ব্রেকআপ হয়েছে শোভনের সঙ্গে। সম্পর্ক এবং বিচ্ছেদ দুই নিয়েই বেশ খোলামেলা স্বস্তিকা। জানিয়েছেন, দুজন আলোচনা করেই ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে, শোভন গঙ্গোপাধ্যায়ের প্রাক্তন প্রেমিকা ছিলেন জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী। গায়িকা ইমনের সঙ্গেও দীর্ঘদিন সম্পর্কে ছিলেন শোভন। তারপর সেই প্রেমও ভাঙে, এখন ইমন চুটিয়ে করছেন সংসার।
Swastika Dutta: শোভনের সঙ্গে ব্রেকআপ হয়েছে সদ্য, বর হিসেবে আবীরকে পছন্দ স্বস্তিকার
শুক্রবার রাতে হঠাতই ইমনের পোস্ট দেখে চক্ষু ছানাবড়া নেটিজেনদের। অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে খোশ মেজাজে ঘাড়ে হাত রেখে ছবি পোস্ট করেন ইমন। ঘটনাচক্রে এরা দুজনেই শোভন গঙ্গোপাধ্যায়ের প্রাক্তন। ক্যাপশনেও রেখেছেন চমক। ইমন লিখেছেন, ‘ওকে বাই’ তারপর একটি লাভ ইমোজি। তারপরেই স্বস্তিকাকে মেনশন করে ইমন লিখেছেন,‘এবার কী হবে?’ এই ছবি শেয়ার হতেই ইমনের পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউবা কমেন্টে লিখেছেন, ‘ওরে বাপ্রে! তাক লাগানো ছবি। বিরল বিরল। বাংলায় বিপ্লব এল বলে এবার। ‘ আবার কেউবা লিখেছেন ‘আমার চোখে তো সকলই শোভন।