বিরসা দাশগুপ্তের পরিচালনায় ‘দুর্গরহস্য’ ছবিতে ব্যোমকেশ (Byomkesh) হচ্ছেন দেব একথা সকলেরই জানা। কিন্তু, কৌতূহল ছিল দেবের বিপরীতে সত্যবতী চরিত্রে কার দেখা মিলবে? অজিতই বা কে ? এক সময় শোনা গিয়েছিল দেবের পাশে অজিত হবেন অম্বরীশ ভট্টাচার্য, আর সত্যবতী মৌনী রায় (Mouni Roy)। তবে একথাও কানে আসছে প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন মৌনী। বিরাট পারিশ্রমিক হাঁকিয়ে বসেছেন তিনি। বিকল্প হিসেবে নাকি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়কে ভাবছেন নির্মাতারা।
Shah Rukh Khan: কলকাতার অ্যাসিড ভিক্টিমদের পাশে 'পাঠান', বাদশাকে জড়িয়ে ছবি তুললেন লড়াকু নারীরা
তবে পূজাও কিছুই চূড়ান্ত করেননি এখনও। সংবাদ মাধ্যমকে অভিনেত্রীএই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘কথা হয়েছিল। কিন্তু এখনও কিছু চূড়ান্ত হয়নি।’’ আর এই খবর প্রকাশ্যে আসতেই দেবের ব্যোমকেশ নিয়ে কৌতূহল আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে দর্শকদের।