অসুস্থ তরুণ মজুমদার (Tarun Mazumder)। শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তি চিত্র পরিচালক। এসএসকেএম হাসপাতালের ICU-তে ভর্তি তিনি। ইতিমধ্যে কোভিড টেস্ট করা হয়েছে তাঁর। তাঁর রিপোর্টের অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা।
জানা গিয়েছে, ২০০০ সাল থেকেই কিডনির সমস্যা রয়েছে। এছাড়া ফুসফুসেও সমস্যা আছে তাঁর। আছে ডায়াবেটিসের সমস্যাও। চেস্ট মেডিসিনের ডাক্তার সোমনাথ কুণ্ডু ও মেডিসিনের ডাক্তার সৌমিত্র ঘোষের নেতৃত্বে পাঁচ জনের দল সারাক্ষণ নজরে রাখছেন তাঁকে। ক্যাথিটার দিয়ে তাঁকে প্রস্রাব করানো হচ্ছে। শ্বাসকষ্টের সমস্যা থাকায় বর্ষীয়ান পরিচালকের করোনা পরীক্ষা করানো হয়েছে। মঙ্গলবারই তাঁর রিপোর্ট আসার কথা আছে।
আরও পড়ুন: ওড়িয়া টিভি অভিনেত্রীর রহস্যমৃত্যু, কাঠগড়ায় লিভ-ইন-পার্টনার
প্রাক স্বাধীনতা আমলে জন্ম চিত্র পরিচালক তরুণ মজুমদারের। রসায়নের ছাত্র হলেও সিনেমার দিকে মেতেছিলেন। শচীন মুখোপাধ্যায় ও দিলীপ মুখোপাধ্যায়ের সঙ্গে মিলে যাত্রিক নামে একটি টিম তৈরি করেন। শুরু করে ছবি পরিচালনার কাজ। তিন পরিচালকের প্রথম সিনেমা ';চাওয়া পাওয়া'। অভিনয় করেছিলেন উত্তমকুমার ও সুচিত্রা সেন। এরপরই তাঁর পরিচালনায় হয় 'কাঁচের স্বর্গ'। এই ছবি জাতীয় পুরস্কার পায়।