শীতের মরসুমে শহরে ফের 'ফেলুদা'। সন্দীপ রায়ের 'হত্যাপুরী'-র দিনক্ষণ আগেই ঘোষণা হয়েছে । দিন কয়েক আগে মুক্তি পেয়েছে পোস্টার । এবার মুক্তি পেল ছবির টিজার । সৌমিত্র,সব্যসাচী, আবির, টোটার পর নতুন 'ফেলুদা' পেল বাংলা । ফেলু মিত্তিরের চরিত্রে টিজারেই চমক দিলেন ইন্দ্রনীল ।
৩৯ সেকেন্ডের টিজারে দেখা গেল ফাঁকা পুরনো একটি বাড়ি (গল্পে 'হত্যাপুরী') । যেখানে তোপসেকে নিয়ে ঢুকে পড়েন ফেলুদা । অনুসন্ধিৎসু চোখ, কিছু একটা খুঁজছেন । কিন্তু, লালমোহনবাবু কোথায় ? তাঁদের সঙ্গেই ছিলেন । স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ভিতরে ঢুকতে একটু ইতস্তত বোধ করছিলেন । ফেলু মিত্তির ডাকলেন । কাচুমাচু মুখে জটায়ুর প্রশ্ন, 'সব ক্লিয়ার তো?' ফেলুদার উত্তর ,'ক্লিয়ার তো বটেই, আরও ক্লিয়ার হবে, ক্রমে ক্রমে...।' টিজারে সেভাবে গল্পের প্রেক্ষাপট না উঠে এলেও, সিনেম্যাটিক টিজার দেখে বেশ উৎসাহী দর্শকরা । ইন্দ্রনীলের বাংলাও বেশ ঝরঝরে । 'ফেলুদা' চরিত্রে ইন্দ্রনীলের অভিনয় করা নিয়ে কম সমালোচনা হয়নি । সেক্ষেত্রে, ফেলুদা হিসেবে ইন্দ্রনীল সফল হতে পারেন কি না, সেই অপেক্ষায় রয়েছেন দর্শকেরা । শ্যাডো ফিল্মসের প্রযোজনায় ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমা ।
‘হত্যাপুরী’ (Hatyapuri) গল্পের প্রেক্ষাপট পুরী । সেখানেই লালমোহন বাবু ও তোপসেকে নিয়ে ঘুরতে যাবেন ফেলুদা । সেখানে সমুদ্রের পারে মৃতদেহের রহস্য সমাধান করবেন ফেলু মিত্তির । তোপসের ভূমিকায় অভিনয় করছেন আয়ুষ দাস । আর লালমোহন বাবুর চরিত্রে অভিজিৎ গুহ । উল্লেখ্য, ছবির কাস্টিং নিয়ে পরিচালকের সঙ্গে মতান্তর হওয়ায় হত্যাপুরীর প্রযোজনা থেকে সরে এসেছিল এসভিএফ। সন্দীপ রায়ের পরিচালনায় হত্যাপুরী আদৌ হবে কি না, সেই প্রশ্নই ঘুরছিল টলিপাড়ায়। অবশেষে ঘোষাল মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং শ্যাডো ফিল্মস-এর যৌথ প্রযোজনায় আসছে 'হত্যাপুরী' ।