শেষ হয়ে গেল 'ধুলোকণা' (Tele Serial Dhulokana)। রবিবার লালন-ফুলঝুরির গল্পে পড়ে গেল দাঁড়ি । মন খারাপ কলাকুশলীদের । রবিবার ধারাবাহিকের শেষ পর্বের টেলিকাস্ট হওয়ার পর আবেগঘন পোস্ট করলেন লালন ওরফে ইন্দ্রাশিস রায় (Indrasish Roy) । ধারাবাহিকের টিমের ছবি পোস্ট করে ইন্দ্রাশিস লিখলেন, 'এই টিম আপনাদের খুব মিস করবে' ।
ফেসবুকে লালন লেখেন, "দারুণ একটা সফর । আমরা পাগলের মতো এই সফরের সঙ্গী থেকেছি । সবাইকে অনেক ধন্যবাদ । আপনারা যত না বেশি এই টিমকে মিস করবেন, তার থেকে অনেক বেশি এই 'ধুলোকণা' টিম আপনাদের মিস করবে। "
রোজ রাত আটটা বাজলেই বাঙালির ড্রয়িংরুমে পৌঁছে যেত লালন-ফুলঝুরি । কিন্তু, এখন থেকে তার জায়গায় আসবে 'বাংলা মিডিয়াম'। টিআরপি তালিকায় বরাবর ভালই নম্বর পয়েছে ধুলোকণা । ধারাবাহিক বন্ধের কয়েক সপ্তাহ আগেও টপে ছিল এই ধারাবাহিক । কিন্তু, লালন-তিতিরের প্রেমকাহিনী কিছুটা দর্শকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় । কখনও ফুলঝুরি, কখনও তিতিরের প্রতি ভালবাসা প্রকাশ করত সে । যদিও, শেষে ফুলঝুরির কাছে ফিরে আসে লালন । শেষ পর্বে মিলে গিয়েছে লালন-ফুলঝুরির পথচলা ।