ওটিটি বলুন বা সিনেমা। এই মুহূর্তে টলিউডে দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী ইশা সাহা। 'কর্ণসুবর্ণের গুপ্তধন', 'ইন্দু', 'মিথ্যে প্রেমের গান', হ্যালো সহ একাধিক ছবি, ওয়েব সিরিজে তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে। অর্থাৎ দর্শকদের চোখ থেকে সরছেন না ইশা। সোশ্যাল মিডিয়াতেও তিনি দারুন সক্রিয়। মাঝেমধ্যেই নিত্যনতুন সাজের ছবি শেয়ার করেন অভিনেত্রী। কখনও বা খোলামেলা পোশাকে আবেদনময়ী হয়েও ধরা দেন। আর তাতেই ভেসে আসে রকমারি নানা কুরুচিপূর্ণ মন্তব্য। কিন্তু তাতে কি আর কান দিলে চলে! তাই এবার মন্তব্য বন্ধ করতে নতুন পন্থা নিলেন অভিনেত্রী।
Adrit Roy-Kaushambi: 'পাগলিটা!' জন্মদিনে আর রাখঢাক নয় , কৌশাম্বীকে জড়িয়ে পোস্ট আদৃতের
ইশার ইন্সটা হ্যান্ডেলে ঢুঁ মারলেই দেখা যাবে অভিনেত্রীর পোস্ট আছে, কিন্তু মন্তব্য করার জায়গা নেই। অর্থাৎ মন্তব্য করার অপশনই বন্ধ করে দিয়েছেন তিনি। কারণ প্রসঙ্গে তিনি জানান, এক দিন আগে হাঁটু পর্যন্ত পোশাকে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন নায়িকা। তাতেই নানা মন্তব্য ভেসে আসে ইশার চেহারা নিয়ে। এবার থেকে তাই আর ভাল মন্দ কোনও মন্তব্যই দেখতে রাজি নন অভিনেত্রী।