ওটিটি বলুন বা সিনেমা। এই মুহূর্তে টলিউডে দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী ইশা সাহা। 'কর্ণসুবর্ণের গুপ্তধন', 'ইন্দু', 'মিথ্যে প্রেমের গান', হ্যালো সহ একাধিক ছবি, ওয়েব সিরিজে তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে। এদিকে শুক্রবারই বড় পর্দায় মুক্তি পাবে ইশা পরমের নতুন ছবি 'ঘরে ফেরার গান।' অর্থাৎ দর্শকদের চোখ থেকে সরছেন না ইশা। নিজের কাজ ব্যক্তিগত জীবন নিয়ে কোনও রাখঢাক রাখলেন না ইশা। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই 'ফেলুদা' ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে ইশার সম্পর্কের গুঞ্জন শোনা যায়।
'মিথ্যে প্রেমের গান' ছবিতে পরকীয়া দেখানো হয়েছে, 'ঘরে ফেরার গান'এর বিষয়বস্তুও একই। ইশা কীভাবে দেখেন এই বিষয়টাকে। ইশার সাফ উত্তর, ভালবাসাকে কি পরকীয়া বলা যায়? তাঁর মতে, ভালবাসা যে কোনও দিন যে কোনও সময় যে কারও সঙ্গে হতে পারে। অনেকে সাহস করে বিয়েটা থেকে বেরিয়ে আসে। কেউ পারে না। কেউ সমঝোতা করে নেয়। কেউ সমাজের ভয়ে থেকে যায়। আবার কেউ ভালবাসাটা স্বীকারই করতে চায় না। ইশার কাছে নিজের ভাল থাকাটা গুরুত্বপূর্ণ।
কোয়ালিটি না কোয়ান্টিটি কোনটা ইশার পছন্দ? উত্তরে আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী জানান, 'এই ছবিগুলো সব অনেক আগে করা। একটা এক বছর আগে। আর একটা তো দু’বছর আগে করা। মনে হচ্ছে যে প্রচুর কাজ আসছে।' এরপরই অভিনেত্রী জানান, বেশ কিছু দিন কাজ করেননি তিনি। গতবছর থেকে বেছেই কাজ নেন৷