এই মুহূর্তে দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছে জগদ্বাত্রী। একসময় TRP তালিকায় ধারাবাহিকভাবে শীর্ষে ছিল এই ধারাবাহিক। ধারাবাহিকে জগদ্বাত্রী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। জ্যাসের নানা অপারেশন একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন দর্শকেরা। কিন্তু জ্যাসকে এবার দেখা গেল সম্পূর্ণ অন্য অবতারে।
Kalki 2898 AD- Saswata Chaterjee: টিজারে বাংলার শাশ্বত, 'প্রোজেক্ট কে' হয়ে গেল কল্কি !
আসলে বেশিরভাগ সময় পর্দায় জগদ্বাত্রীর পরনে থাকে ইউনিফর্ম। কিন্তু উইকএন্ডের আগে একবারে ফুরফুরে মেজাজে ছবি শেয়ার করলেন জ্যাস ওরফে অঙ্কিতা মল্লিক। স্ব্যে ছোট ওয়ানপিস , খোলা চুলে তাঁর দিক থেকে চোখ ফেরানো দায়। ক্যাপশনে লেখা ‘ওয়েদারে ডুব দিয়েছি’