ভালোবাসার দিনে শোকের ছায়া বিনোদন জগতে। প্রয়াত অভিনেতা জাভেদ খান আমরোহি (Javed Khan Amrohi passes away)। মৃত্যু কালে অভিনেতার বয়স হয়েছিল ৬০ এর কাছাকাছি। দীর্ঘ অভিনয় জীবনে একাধিক চলচ্চিত্র এবং মঞ্চে অভিনয় করেছেন তিনি। ফুসফুসের সমস্যা নিয়ে দিন কয়েক আগেই তিনি মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হন, মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় অভিনেতার। বহুদিন থেকে শয্যাশায়ী ছিলেন তিনি।
চক দে ইন্ডিয়া', ' ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই', 'নুক্কর' 'আন্দাজ আপনা আপনা'-র মতো ছবিতে অভিনেতার অভিনয় আজও দর্শকদের চোখে লেগে রয়েছে। তাঁর মৃত্যুতে বিনোদন দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। তাঁর করা সিরিয়ালের মধ্যে মির্জা গালিব বিখ্যাত হয়েছিল।