খুশির রেশ টলিপাড়ায়। বুধ সকালে সকলকে চমকে দিয়ে সুখবর শোনালেন টলিউডের সুপারস্টার অভিনেতা জিৎ। দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন অভিনেতা। বুধবার একগুচ্ছ ছবি শেয়ার করে এমনটাই জানালেন বাংলার ‘বস’। স্ত্রী মোহনা, কন্যা নবন্যা এবং তিনি সেজেছেন একই রঙের পোশাকে। মোহনার বেবিবাম্পে হাত রেখে সুখবর দিলেন জিৎ।
লিখলেন , আমরা অত্যন্ত আনন্দিত এই খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে যে আমরা আমাদের পরবর্তী সন্তানের প্রত্যাশা করছি। আপনারা আশীর্বাদ, এবং প্রার্থনা করবেন।’ ছবি শেয়ার করা মাত্রই শুভেচ্ছায় ভরেছে তাঁর মন্তব্য বাক্স।
উল্লেখ্য , দিন কয়েক আগে সুখের দিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনিও দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। অতএব বলাই বাহুল্য, টলিপাড়া এখন দিন গুনছে স্টারকিডদের আগমনের অপেক্ষায়।