দেবীপক্ষের শুরুতেই সুখবর শোনালেন টলিউডের বস জিৎ। বাবা হলেন তিনি। স্ত্রী মোহনার কোল আলো করে জিতের পরিবারে এলো এক ফুটফুটে রাজপুত্তুর। ইনস্টাগ্রামে সুখবর শেয়ার করে সকলের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিয়েছেন অভিনেতা। তাঁদের কন্যা সন্তান নবন্যাকে নিয়েই এর আগে ফটোশ্যুট করেছিলেন জিৎ এবং মোহনা।
এই খবর শেয়ার করা মাত্রই তাঁকে শুভেচ্ছায় ভরিয়েছেন টলিপাড়ার তাবড় তাবড় সেলেবরা। হবু মা শুভশ্রী শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘কংগ্র্যাচুলেশন্স, আমি তো বলেই ছিলাম’... তবে কি এবার ছেলে হবে এই আন্দাজ আগেই করেছিলেন ‘ইন্দুবালা’?
উল্লেখ্য , দিন কয়েক আগে সুখের দিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনিও দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। অতএব বলাই বাহুল্য, টলিপাড়া এখন আরেকজন স্টারকিডের অপেক্ষায় দিন গুনছে।