বিশ্বকাপে সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়েছিল। 'চেঙ্গিজ' জিৎ এর বুকেও এখন একই আত্মবিশ্বাস৷ 'চেঙ্গিজ' ছবির প্রচারে দেশের একাধিক শহর ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা। মুম্বই, দিল্লি, লখনই, জয়পুরের মতো শহরেও চেঙ্গিজের প্রচারে গিয়েছিলেন জিৎ। প্রথমবার হিন্দি ভাষাতেও আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে চলেছে তাঁর ছবি। অন্যদিকে তাঁর ছবির সঙ্গেই মুক্তি পেতে চলেছে বলি ভাইজানের, 'কিসি কা ভাই কিসি কা জান'। কী ভাবছেন জিৎ?
উত্তরে আনন্দবাজার অনলাইনকে অভিনেতা জানান, তিনি চান দুটো ছবিই ভাল হোক৷ তবে, অভিনেতা এও জানিয়েছেন, 'ছবির প্রচার করতে গিয়ে সলমনের সঙ্গে আমার ছবির তুলনা টানা হচ্ছে, সেটা দেখে ভাল লেগেছে।' এরপরেই আত্মবিশ্বাস জুগিয়ে জিৎ আরও বলেন, 'বিশ্বকাপ ফুটবলে সৌদি আরবও আর্জেন্টিনাকে হারিয়েছিল! তাই আগে থেকে কিছু বলা উচিত নয়। সময় সব উত্তর দিয়ে দেয়।'