আজ, ২৮ অগাস্ট পর্দার সত্যজিত রায়ের জন্মদিন । আর এই পর্দার সত্যজিত রায় বলতে একজনের কথাই মাথায় আসে । তিনি হলেন জিতু কমল (Jeetu Kamal) । কিন্তু, আজ মন ভাল নেই বার্থডে বয়ের (Jeetu Kamal's Birthday)। জন্মদিনের দিন একরাশ মন খারাপ ঘিরে ধরেছে তাঁকে । তারই বহিঃপ্রকাশ হল ফেসবুক পোস্টে । 'তিতুমীর' (Titumir) ছবির শুট পিছিয়ে যাওয়া নিয়েও মুখ খুললেন অভিনেতা ।
সম্প্রতি, টলিপাড়ায় খবর ছড়িয়েছিল তিতুমীরের শুট (Jeetu reacts on Titumir Shooting Postponed) পিছিয়ে গিয়েছে । সেই কারণে নাকি বিরক্তিতে দাঁড়ি কেটে লুক একেবারে বদলে ফেলেছেন জিতু । শনিবার রাতে ফেসবুক পোস্টে তিতুমীরের প্রসঙ্গ তুললেন জিতু । তাঁর লেখার প্রতিটা ছত্রে ছত্রে মন খারাপ, হতাশা ফুটে উঠেছে । কেন ছবির শুটিং পিছিয়ে গিয়েছে, সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি । শুধু তাঁর বক্তব্য, "ছবিটির জন্য আমি গত দু'মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছি । কিন্তু ছবির শুটিং শুরু হওয়ার মাত্র সাত দিন আগে জানতে পারছি ছবিটি তৈরি হচ্ছে না । জানেন,একজন শিল্পীর মনের উপর কতটা চোট পড়ে ! মানসিকভাবে কতটা বিধ্বস্ত হয় একজন শিল্পী !"
আরও পড়ুন, Dev-Prasenjit: 'আমাদের সম্পর্কটা একদম অন্যরকম', 'কাছের মানুষ'-এর প্রচারে একসঙ্গে দেব-প্রসেনজিৎ
তিতুমীরের শুটিং পিছিয়ে যাওয়ায় জিতুর যে মন খারাপ, সেটা তাঁর ফেসবুক পোস্ট দেখেই বোঝা গিয়েছে । তবে, এই পোস্টে আরও একটা গল্প শুনিয়েছেন অভিনেতা । সেটা হল 'অপরাজিত'সিনেমার সাফল্যের পিছনে অন্ধকারের গল্প । জিতুর কথায়, এই সিনেমার জন্য বহু মানুষ তাঁকে ভুল বুঝেছে । তাঁকে আনফ্রেন্ড করে দিয়েছে । 'অপরাজিত'-র জন্যই বহুদিন তিনি শুটিং ফ্লোর থেকে দূরে রয়েছেন । এই ছবির ইমেজ ধরে রাখার জন্যই অনেক কাজ হাতছাড়া হয়েছে তাঁর । জিতুর কথায়, প্রায় ৯-১০ মাস ধরে তিনি তাঁর চেনা ছন্দ থেকে একেবারে দূরে রয়েছেন । শুটিং ফ্লোরে যেতে পারছেন না । এর থেকেই কত হতাশার জন্ম নিয়েছে । এই পরিস্থিতিতে 'তিতুমীর'-এর শুটিং পিছিয়ে যাওয়ায় তাঁর মন খারাপকে আরও বাড়িয়ে দিয়েছে । তবে, যাই হয়ে যাক, ছোটবেলা থেকেই কিছু কর্তব্যের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ জিতু । আর আজীবন সেই কর্তব্য পালন করে যাবেন বলে পোস্টের শেষে স্মরণ করিয়ে দিলেন জিতু কমল ।
'তিতুমীর'-এর শুটিং কেন পিছিয়ে গেল ? এই বিষয়ে প্রযোজক শুভজিৎ মণ্ডল এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ছবির শুটিংয়ের জন্য পরিচালক পুরোপুরি প্রস্তুত নয় । তাছাড়া, পুজোর জন্য একটু সমস্যা হয়ে গিয়েছে। টেকনিশিয়নরা অনেকেই পুজোর সময় নানা কাজে ব্যস্ত। তাই একটু সময় নিয়ে পুরো প্রস্তুতি করেই মাঠে নামতে চাইছেন তাঁরা । যদিও, পরিচালক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের কথায়, প্রস্তুতি নেওয়া হয়নি এরকম কোনও বিষয় নয়। পুজোর আগে বৃষ্টিতে শুট করা নিয়ে প্রথম থেকেই সংশয় ছিল, পুজোর পরেই শুট করার কথা ভাবা হচ্ছে ।