ছাদ আলাদা আগেই হয়েছিল, এবার খাতায় কলমে বিচ্ছেদের সই-সাবুদও সেরে ফেললেন জিতু কমল এবং নবনীতা দাস। গত ১৭ নভেম্বর তাঁদের বিচ্ছেদ হয়েছে। কিন্তু তবুও যেন জিতুকে মিস করেই চলেছেন নবনীতা। এই তো দুদিন আগেও, জিতুর সঙ্গে পাহাড়ে কাটানো কিছু সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন নবনীতা।
Mamata Banerjee: দিদি নং ওয়ানের শ্যুটিং-এ, ডুমুরজোলা স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়
তাঁর নেপথ্যে যে কণ্ঠ ভেসে আসছে তাতে বলা হচ্ছে, ‘‘কাছে আসার জন্য দূরে যেতে হয়।’’ প্রশ্ন উঠছে, তবে কি বিচ্ছেদের পরেও দূরত্ব মেটাতে চাইছেন তাঁরা? আনন্দবাজার অনলাইনে যদিও জিতুর স্পষ্ট স্বীকারোক্তি, আমাদের আইনত বিচ্ছেদ হয়ে গিয়েছে। এর বেশি নবনীতাকে নিয়ে কোনও মন্তব্য করিনি, করবও না।’’ জিতু এও জানান, তিনি ‘সিঙ্গেল’