চলতি বছর ২৯ জুন সোশ্যাল মিডিয়ায় জীতুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। তারপর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন তাঁরা । বিচ্ছেদ নিয়ে অভিনেত্রী সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেও, জিতু কামাল (Jeetu Kamal) সেভাবে মন্তব্য করতে চাননি । তবে, সোশ্যাল মিডিয়ায় কখনও কবিতার মধ্যে, কখনও মেমোরি শেয়ার করে একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন অভিনেতা । আবারও করলেন । তবে, এবার তাঁর পোস্টে কোথাও যেন বিচ্ছেদের কারণ হিসেবে বিবাহ-বহির্ভূত সম্পর্কের ইঙ্গিত পেলেন নেটিজেনরা ।
কী পোস্ট করেছেন জিতু?
সম্প্রতি অভিনেতা জিতু কামাল তাঁর পোস্টে লেখক মোঃ মেহেদী হাসান-এর একটি কবিতা তুলে ধরেছেন । নেটিজনদের ধারণা, ওই কবিতার মাধ্যমে যেন জিতু বোঝাতে চাইছেন নিজের বর্তমান পরিস্থিতির কথা। কখনও বলছেন 'হোঁচট খেয়ে যাচ্ছি পড়ে দেখেও দেখছ না ক্ষতটা'। আবার কখনও এক রাশ অভিমান বুকে নিয়ে বোঝাতে চাইছেন, 'যাচ্ছো চলে বললেই পারো কেন মিথ্যে অভিনয়,মিথ্যে গুলো সত্য হয় কি? প্রণয় ঠিক টের পাওয়া যায়।'
আরও পড়ুন - শুরু হল 'প্রধান'-এর শুটিং, সোশ্যাল মিডিয়ায় কী জানালেন দেব?
জীতুর এই পোস্টের পর থেকেই অনেকে মনে করছেন, নবনীতার কি তাহলে কোনও বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে ? তার জেরেই দু'জনের মধ্যে দূরত্ব, বিচ্ছেদ ? পোস্টের কমেন্ট সেকশনে সেরকমই প্রশ্ন তুলেছেন জিতুর অনুরাগীরা । একইসঙ্গে তাঁকে সামলে ওঠার পরামর্শ দিয়েছেন। কেউ আবার দুজনকে সব ভুলে আবার এক হয়ে যাওয়ার আবদার জানিয়েছেন।