শুক্রবার মুক্তি পেয়েছে জিৎ এবং জিতুর ছবি মানুষ। সুপারস্টারদের অনেকেই যখন 'ভিন্ন স্বাদে'র ছবিতে অভিনয় করতে চাইছেন, তখন জিৎ নিজের জায়গা ধরে রেখেছেন মশালা ছবিতে। এই ছবিতে, জিতের বিপরীতে থাকছেন নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়। এবং গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জীতু কমল-ও। ছবিতে তাঁর অভিনীত চরিত্র ‘মান্নান’, জিতুর কথায় তিনি এই ছবির ভিলেন নন , বরং একটি ধূসর চরিত্র। কিন্তু তাঁকে ছাড়া এই ছবি সম্পূর্ণ হবে না।
Mohammad Shami: মা তাঁর কাছে সবকিছু, ইনস্টাগ্রামে মায়ের জন্য প্রার্থনা মহম্মদ শামির
এদিন একগুচ্ছ ছবি শেয়ার করলেন জিতু। মান্নানের চরিত্রে তাঁর প্রথম লুক প্রকাশ করলেন জিতু। টিপিক্যাল জিৎ-ঘরানার মশালা ছবি 'মানুষ'। যেখানে জিতুর ভূমিকাও গুরুত্বপূর্ণ।
Hasin Jahan: ‘ম্যায় তেরি দুশমন’, ফের শামিকে খোঁচা স্ত্রী হাসিনের?
অ্যাকশন আর ইমোশনের মিশেল। ছোট্ট মেয়ের কাছে বাস্তব জীবনের 'নায়ক' হয়ে থাকতে চাওয়া এক বাবার গল্প। জিতের চরিত্রে বহু স্তর- একজন পুলিশ অফিসার, যে পরিস্থিতির চাপে হয়ে যায় মোস্ট ওয়ান্টেড ড্রাগ লর্ডদের অন্যতম।