Jisshu-Nilanjana : ফের একসঙ্গে যিশু-নীলাঞ্জনা ! বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই বড় খবর, দূরত্ব কি মিটল ?

Updated : Aug 11, 2024 10:58
|
Editorji News Desk

২০ বছর । সময়টা বেশ দীর্ঘ । এতগুলি বছর সুখে-দুঃখে, ভালবাসায় কাটিয়েছেন যিশু-নীলাঞ্জনা । আদর্শ জুটি-র সংজ্ঞা ছিলেন তাঁরা । কিন্তু, হঠাৎ এক ঝড়ে সব কিছু তছনছ হয়ে গেল । এখন দু'জনের মধ্যে শুধুই দূরত্ব । তাঁদের বিচ্ছেদের খবর মেনে নিতে পারছেন না তাঁদের প্রিয়জন, বন্ধু-বান্ধব, অনুরাগীদের । এইতো কিছুদিন আগেও বিবাহবার্ষিকীর দিন একগুচ্ছ ছবি দিয়ে নীলাঞ্জনার পাশে থাকার অঙ্গীকার করেছিলেন যিশু । এক লহমায় সব কিছু মিথ্যে হয়ে গেল ? সত্যিই কি তাঁদের দু'টি পথ আলাদা হয়ে গেল ? যদিও, বিচ্ছেদের খবরে এখনও কেউ সিলমোহর দেননি । এদিকে, বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই যিশু-নীলাঞ্জনাকে নিয়ে সামনে এল আরও একটি বড় খবর । টলিপাড়া সূত্রে খবর, আবারও একসঙ্গে দেখা যাবে যিশু-নীলাঞ্জনাকে । তাহলে কি তাঁদের মধ্যে সব ভুল বোঝাবুঝি, দূরত্ব মিটে গিয়েছে ? বিষয়টা খোলসা করেই বলা যাক ।

টলিপাড়া সূত্রে খবর, রবিবার, ১১ অগাস্ট একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান আছে । সেখানেই একসঙ্গে দেখা যেতে পারে দু'জনকে । একই মঞ্চে আলাদা আলাদা বিভাগে তাঁরা পুরষ্কৃত হবেন । দশম অবতার ছবির জন্য সেরা খলনায়কের পুরস্কার পাবেন যিশু । আর সেরা প্রযোজকের খেতাব ছিনিয়ে নেবেন নীলাঞ্জনা । কিন্তু, তাঁরা কি একসঙ্গে আসবেন ? দেখা হবে দু'জনের ? নাকি একে অপরের থেকে মুখ ফিরিয়েই থাকবেন ? এমন হাজারও প্রশ্ন উঠছে । তবে জানা গিয়েছে, যিশু অনুষ্ঠানে নাও আসতে পারেন । তিনি শহরের বাইরে রয়েছেন বলে খবর । তবে, নীলাঞ্জনা উপস্থিত থাকতে পারেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ।

 যিশু-নীলাঞ্জনার সম্পর্কটা শুরু হয়েছিল সিনেমার গল্পের মতোই । এক পুজোর দিনে দেখা তাঁদের । সেদিন ছিল অষ্টমী । পুজো পরিক্রমায় সেলেব জাজ ছিলেন দু'জনে। মণ্ডপে মণ্ডপে ঘুরতে ঘুরতেই মন দেওয়া-নেওয়া । তারপর শুটিং সেটে গভীর হয় তাঁদের সম্পর্ক । দুই বছর চুটিয়ে প্রেম করার পর  ২০০৪ সালে সাত পাকে বাঁধা পড়েন যিশু-নীলাঞ্জনা। তারপর তাঁদের জীবনে আসে সারা ও জারা...দুই মেয়ে ।

টলিপাড়ায় জোর গুঞ্জন, মুম্বইয়ে কাজের সূত্রে যাওয়ার ফাঁকেই অন্য নারীকে মন দিয়ে ফেলেছেন যিশু । জল্পনা, যিশু তাঁর আপ্ত সহায়কের প্রেমে পড়েছেন । তবে শুধুই প্রেম নয়, মুম্বইয়ে একসঙ্গেও নাকি থাকছেন তাঁরা । রটনা কলকাতায় শ্যুটিং থাকলেও বাড়ি ফিরতেন না যিশু। 

দিন কয়েক আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নীলাঞ্জনা । তখন বলা হয়েছিল, ডিহাইড্রেশনের সমস্যা হয়েছিল তাঁর । কিন্তু পরে একাধিক ঘনিষ্ঠ মাধ্যম সূত্রে জানা গিয়েছিল নীলাঞ্জনার হাসপাতালে ভর্তি হওয়ার কারণ অন্য । উঠে আসে আত্মহত্যার প্রসঙ্গও । দিন কয়েক আগেই নিজের নামের পাশ থেকে প্রথমে যিশুর পদবী মুছে দেন নীলাঞ্জনা, ইন্সটা থেকে ডিলিট করে দিয়েছেন তাঁদের সুখস্মৃতিও । তারপর থেকেই তারকা জুটির বিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয় ।

Jisshu Sengupta

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

editorji | বিনোদন

Allu Arjun Arrested: তাঁকে দেখতে গিয়ে মৃত্যু মহিলার, হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন