এতদিন এই জুটিকে দেখা গিয়েছে পরিচালক এবং অভিনেতা হিসেবে। এবার সম্পূর্ণ অন্য মেজাজে দেখা গেল অভিনেতা যীশু সেনগুপ্ত এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে (Srijit Mukherjee)। একটু ফুরসৎ মিলতেই একেবারে গানবাজনা করতে বসে পড়লেন পরিচালক অভিনেতা জুটি। সৃজিত বাজাচ্ছেন মাউথ অর্গান এবং যীশু বাজাচ্ছেন ড্রাম। এই ভিডিও শেয়ার করে সৃজিত ক্যাপশনে লিখেছেন ‘Jam-Taara”
Hilsa Fish: দিঘা ও ডায়মন্ডহারবারে এল মরশুমের প্রথম ইলিশ, দাম কি কমবে কলকাতার বাজারে!
এক নিঃশ্বাসে বাজিয়ে চলেছেন সৃজিত যোগ্য সংগত দিচ্ছেন যীশুও। সুর তুলেছেন , ‘চলা যাতা হুঁ’ গানের। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই ভাইরাল।