নতুন বছরের শুরুতেই নিজের আপকামিং ছবির কথা ঘোষণা করেছেন দেব। এর মধ্যেই আরও এক চমক সামনে এল। সাংসদ অভিনেতা দেবের আগামী ছবি খাদানে তাঁর সঙ্গে হাত মেলাচ্ছেন যীশু সেনগুপ্ত।
রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় দেব এই ছবির একটি মোশান পিকচার শেয়ার করেছেন। যেখানে দেব নয়। দেখা যাচ্ছে টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তকে। তাঁর হাতে রয়েছে ঢোল। আর নজর কেড়েছে অভিনেতার লুক। যীশুর পরনে ধুতি আর ফতুয়া। মাথায় লম্বা চুল যা একেবারে অন্যরকম।
আরও পড়ুন - অর্ণবের সঙ্গে ফের দূরত্ব! দেবোত্তমের প্রেমে পড়েছেন ইপ্সিতা ? পোস্ট করলেন রোম্যান্টিক ছবি
এই ছবির ক্যাপশনে লেখা, কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, 'দোস্তোর জন্য জান দিতেও পারি, লিতেও পারি। ' একইসঙ্গে লেখা হয়েছে, প্রিয় যীশু সেনগুপ্তকে আমন্ত্রণ জানাই এই ছবিতে।' অর্থাৎ বোঝাই যাচ্ছে খাদানের বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন যীশু।