বছরের শেষ রাতটা একসঙ্গে কাটিয়ে, নতুন বছর শুরু করতে ঘরোয়া আড্ডা বসেছিল অভিনেতা যিশু সেনগুপ্তর বাড়িতে। ছোট্ট সেই জমাটি আড্ডায় হাজির ছিলেন অনুপম রায়, সৃজিত মুখোপাধ্যায়, টলিউডের নবদম্পতি সৌরভ-দর্শনা সহ অনেকেই।
সদ্য ‘দশম অবতারের’ সাফল্য জুড়েছে অনুপম, সৃজিত, যিশুদের মুকুটে। তাই নিউ ইয়ারের জমাটি পার্টিতে গিটার বাজিয়ে ‘আমি সেই মানুষটা আর নেই’ গান ধরলেন অনুপম। সেই দৃশ্য ক্যামেরা বন্দি করেছেন ক্যাপ্টেন সৃজিত। উপস্থিত ছিলেন যিশু ঘরণী নীলাঞ্জনা।
Sohini-Mimi: কতটা জমল, আর কতটাই বা কমল? তেইশের 'সাল-খাতা' শেয়ার মিমি-সোহিনীর
শুধু গানই নয়, ‘আমি সেই মানুষটা আর নেই’ লেখা টিশার্ট পরেও ছবি তুলেছেন অনুপম।সঙ্গে ছিলেন যিশু, সৃজিতও। বর্ষ বরণের রাতের সেসব ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারকারা।