চার বছর আগেই গায়িকা মিস জোজোর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল একরত্তি আদির। না রক্তের সম্পর্ক নয়। আদি-জোজোর দত্তকপুত্র। এবার ওই খুদেকে নিয়েই কুরুচিকর মন্তব্যের অভিযোগ নেটিজনদের বিরুদ্ধে। যা শুনে রীতিমতো রেগে গেলেন গায়িকা। শুধু তাই নয়, পাল্টা হুমকিও দিয়েছেন জোজো।
ঠিক কী হয়েছিল?
ছেলে আদিকে নিয়ে একটি রিল পোস্ট করেছিলেন জোজো। যেখানে মায়ের মেকআপের দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে রয়েছে আদি। অভিযোগ, ওই ভিডিয়োয় আদির গায়ের রঙ নিয়ে বিরূপ মন্তব্য করা হয়। কোনও একজন মন্তব্য করেন, 'দত্তক নিলেন যখন, তখন ভাল বাড়ির ছেলে নিতে পারতেন।'
আরও পড়ুন - প্রকাশ্যে কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের রাজকীয় কার্ড, রইল ঝলক
এই মন্তব্য দেখে নিজের রাগ চেপে রাখতে পারেননি জোজো। রীতিমতো ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় কড়া জবাব দেন। জোজো বলেন, আমি কেমন বাড়ির ছেলে নেব আপনি বলার কে? আপনি খাওয়াচ্ছেন? তবে, এটুকু বলতে পারি সন্তান দত্তক নেওয়ার সময় কারও লুক দেখে নেওয়া হয় না। এটুকু জ্ঞান থাকা উচিত।'