বড়পর্দায় গোয়েন্দারাজ চলছে কয়েক বছর ধরেই। ব্যোমকেশ, ফেলুদা, শবরের ভিড়ে পর্দায় মহিলা গোয়েন্দা চরিত্রের অভাব খানিকটা হলেও ঘুচিয়েছিল মিতিন মাসি। অরিন্দম শিলের হাত ধরে এই পুজোয় আবারও পর্দায় মিতিন। এবার প্রকাশ্যে জঙ্গলে মিতিন মাসির টিজার।
গম্ভীর লুকে অ্যাকশনে অভিনেত্রী কোয়েল মল্লিক। কোথায় থামতে হবে না জানলে কলার ধরে কী ভাবে থামাতে হয় , তাও বেশ জানেন মিতিন মাসি। জঙ্গলের শত্রুরা নিস্তার পাবে না মিতিন থাকতে। জঙ্গলে মিতিন মাসির টিজারে এমনই ইঙ্গিত মিলল।
Rahul and Priyanaka: আইনি জটিলতা কাটিয়ে নতুন ইনিংস শুরু, ফের ঘর বাঁধলেন রাহুল ও প্রিয়াঙ্কা
২০১৯-এর পুজোয় মুক্তি পেয়েছিল মিতিন মাসি সিরিজের প্রথম ছবি। সুচিত্রা ভট্টাচার্যের 'সারান্ডায় শয়তান' নিয়েই ছবির গল্প, ছবির নাম 'জঙ্গলে মিতিন মাসি'। ক্যামেলিয়া এন্টারটেইনমেন্টের হাত ধরে আসছে ছবি।